কিশোরগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. শরীফ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে সদর উপজেলার যশোদল ইউনিয়নের বানিয়াকান্দির এক গ্যারেজে এ ঘটনা ঘটে।
মৃত শরীফ ওই এলাকার আমির হোসেনের ছেলে। তিনি ওই গ্যারেজের মালিক ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, শরীফ রাতে তাঁর গ্যারেজে অটোরিকশাগুলো চার্জে দিয়ে সেখানেই ঘুমান। সকালে চালকেরা অটোরিকশা নিয়ে যান। আজ ভোরে অটোরিকশা নিতে এক চালক তাঁর গ্যারেজে এসে ডাকেন। কোনো আওয়াজ না পেয়ে শরীফের বাড়িতে গিয়ে তার পরিবারকে জানান। পরে পরিবারের সদস্যরা গ্যারেজে গিয়ে শরীফকে বিদ্যুতের তারের সঙ্গে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহ বাড়িতে নিয়ে যান।
যশোদল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন জানান, শরীফের মৃত্যুতে তাঁর পরিবারের কোনো অভিযোগ নেই।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, এ বিষয়ে মৃতের পরিবারে কোনো অভিযোগ করেনি।