হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে অপহৃত শিশু উদ্ধার, যুবক গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা এলাকা থেকে ছয় বছরের এক শিশু অপহরণের ১১ ঘণ্টার মধ্যে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণে জড়িত এক যুবককে গ্রেপ্তার করা হয়।

উদ্ধার হওয়া শিশুর নাম খালিদ সাইফুল্লাহ (৬)। সে কাশিমপুর থানাধীন উত্তর পানিসাইল এলাকার রাজু আহমেদের ছেলে।

গ্রেপ্তার ব্যক্তির নাম জাহিদুল ইসলাম (২১)। তিনি রংপুরের পীরগাছা থানার চরতাম্বুলপুর গ্রামের বাসিন্দা। তিনি কাশিমপুর থানাধীন দক্ষিণ পানিশাইল এলাকার আমির আলীর বাড়ির ভাড়াটিয়া।

উদ্ধার হওয়া শিশুর স্বজনেরা জানান, গতকাল বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে খালিদ বাসা থেকে বের হয়ে বাড়ির পাশের মোমেনা স্কুলের সামনের রাস্তায় খেলতে যায়। সেখান থেকে সে নিখোঁজ হয়। অনেক খুঁজেও তাকে পাওয়া যাচ্ছিল না। পরে অপরিচিত মোবাইল ফোন থেকে কল করে এক ব্যক্তি খালিদের বাবাকে জানান, ছেলেকে ফেরত পেতে চাইলে দুই লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। শিশুটির বাবা তাৎক্ষণিকভাবে বিষয়টি কাশিমপুর থানা-পুলিশকে জানান।

জিএমপির কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম বলেন, বিষয়টি জানার পর কাশিমপুর থানা-পুলিশের কয়েকটি টিম তাৎক্ষণিক বিশেষ অভিযান পরিচালনা করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল রাত সাড়ে তিনটার দিকে অপহরণের ১১টার মধ্যে শিশু খালিদ সাইফুল্লাহকে কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ কাজী মার্কেট এলাকা থেকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করে। এ সময় ঘটনায় জড়িত মো. জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় কাশিমপুর থানায় মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু