হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে অপহৃত শিশু উদ্ধার, যুবক গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা এলাকা থেকে ছয় বছরের এক শিশু অপহরণের ১১ ঘণ্টার মধ্যে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণে জড়িত এক যুবককে গ্রেপ্তার করা হয়।

উদ্ধার হওয়া শিশুর নাম খালিদ সাইফুল্লাহ (৬)। সে কাশিমপুর থানাধীন উত্তর পানিসাইল এলাকার রাজু আহমেদের ছেলে।

গ্রেপ্তার ব্যক্তির নাম জাহিদুল ইসলাম (২১)। তিনি রংপুরের পীরগাছা থানার চরতাম্বুলপুর গ্রামের বাসিন্দা। তিনি কাশিমপুর থানাধীন দক্ষিণ পানিশাইল এলাকার আমির আলীর বাড়ির ভাড়াটিয়া।

উদ্ধার হওয়া শিশুর স্বজনেরা জানান, গতকাল বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে খালিদ বাসা থেকে বের হয়ে বাড়ির পাশের মোমেনা স্কুলের সামনের রাস্তায় খেলতে যায়। সেখান থেকে সে নিখোঁজ হয়। অনেক খুঁজেও তাকে পাওয়া যাচ্ছিল না। পরে অপরিচিত মোবাইল ফোন থেকে কল করে এক ব্যক্তি খালিদের বাবাকে জানান, ছেলেকে ফেরত পেতে চাইলে দুই লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। শিশুটির বাবা তাৎক্ষণিকভাবে বিষয়টি কাশিমপুর থানা-পুলিশকে জানান।

জিএমপির কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম বলেন, বিষয়টি জানার পর কাশিমপুর থানা-পুলিশের কয়েকটি টিম তাৎক্ষণিক বিশেষ অভিযান পরিচালনা করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল রাত সাড়ে তিনটার দিকে অপহরণের ১১টার মধ্যে শিশু খালিদ সাইফুল্লাহকে কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ কাজী মার্কেট এলাকা থেকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করে। এ সময় ঘটনায় জড়িত মো. জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় কাশিমপুর থানায় মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন