হোম > সারা দেশ > ঢাকা

পর্যটন শ্রমিকদের অধিকার নিশ্চিতে ৭ দফা দাবি বাস্তবায়নের আহ্বান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিশ্ব পর্যটন দিবসের শোভাযাত্রায় বক্তারা বলেন, পর্যটনকর্মীদের শ্রম অধিকার নিশ্চিত করা ছাড়া এই শিল্পের বিকাশ সম্ভব নয়। পর্যটন, হোটেল ও রেস্তোরাঁকে শিল্প ঘোষণার দাবিও জানান তাঁরা। 

আজ সোমবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিশ্ব পর্যটন দিবস-২০২১ উদ্‌যাপন উপলক্ষে বাংলাদেশ টুরিজম অ্যান্ড হোটেলস ওয়ার্কার্স ফেডারেশন শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। 

বিশ্ব পর্যটন দিবসের শোভাযাত্রার শুভ উদ্বোধন ঘোষণা করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন। 

শ্রম অধিকার আদায়ে বাংলাদেশ টুরিজম অ্যান্ড হোটেলস ওয়ার্কার্স এমপ্লয়িজ ফেডারেশনর ৭ দফা দাবিতে শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে দেশের সকল পর্যটন কর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সংগঠনের নেতৃবৃন্দ। 

শোভাযাত্রায় বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়নের কারণে মানুষের দৈনন্দিন কাজের ধরন ও শারীরিক শক্তি নির্ভরতা থেকে অনেক বেশি মানসিক দক্ষতার ওপর নির্ভর হয়ে উঠেছেন। মানসিক প্রফুল্লতা ও বহুমাত্রিক বৈচিত্র্যের সঙ্গে পরিচিত হওয়ার গুরুত্ব বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে পর্যটনের গুরুত্ব বেড়েছে। 

তাঁরা বলেন, প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক নিদর্শনের কারণে বাংলাদেশে পর্যটন শিল্পের বিকাশের অফুরন্ত সম্ভাবনা রয়েছে। কিন্তু পর্যটন শিল্পের বিকাশের জন্য দেশে পর্যাপ্ত প্রশিক্ষিত শ্রমিক অভাব রয়েছে। আর এই পর্যটন খাতে দক্ষ শ্রমিক সরবরাহ নিশ্চিত করতে হলে, আগে পর্যটন শ্রমিকদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে। 

জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা ১৯৮০ সাল থেকে ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস হিসাবে ঘোষণার মধ্য দিয়ে পালন করে আসছে। 

ওয়ার্কার্স-এমপ্লয়িজ ফেডারেশনের আহ্বায়ক রাশেদুর রহমান রাশেদের সভাপতিত্বে এবং সংগঠনের সদস্যসচিব আহসান হাবীব বুলবুলের পরিচালনায় শোভাযাত্রা সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাহিদুল ইসলাম, মহিউদ্দিন ও মোহাম্মদ শরীফ কেন্দ্রীয় নির্বাহী সদস্য জনার্দন দত্ত নান্টু, প্রকৌশলী ইমরান হাবিব রুমন, রাহাত আহমেদসহ ঢাকা মহানগর কমিটির সদস্যসচিব আল-আমিন শিমুল। 

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার