হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি আওয়ামীপন্থী, সম্পাদক বিএনপিপন্থী

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে আবদুস শহীদ সভাপতি ও বিএনপি সমর্থিত প্যানেলের আমিনুল ইসলাম রতন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে ফল ঘোষণা করা হয়।

নির্বাচনে মোট ৬১০ জন ভোটারের মধ্যে ৫৬৮ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী এস এম মাহবুবুর রহমান।

নির্বাচনে মোট ১৪টি পদের মধ্যে সভাপতিসহ মোট নয়টি পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এর মধ্যে ১২ বারের সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল আলম শহীদ টানা দ্বিতীয়বারের মতো সভাপতি এবং মো. আমিনুল ইসলাম রতন টানা চতুর্থবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি মো. আব্দুর রাশিদ ভূঞা ও মুফতী মো. জাকির খান, সহসাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম এবং কার্যকরী সদস্য পদে মোশারফ হোসেন, মো. সিরাজুল ইসলাম ভূইয়া, মো. ওমর ফারুক আওয়াল, রফিকুল ইসলাম রফিক ও আছমা আক্তার।

অন্যদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে নির্বাচিত অন্যরা হলেন সহসাধারণ সম্পাদক জুনায়েদ কায়সার বাপ্পি, লাইব্রেরি সম্পাদক রায়হান মিয়া, সাংস্কৃতিক সম্পাদক এ. এম. ছাজ্জাদুল হক এবং অডিটর শাখাওয়াত হোসেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল