হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি আওয়ামীপন্থী, সম্পাদক বিএনপিপন্থী

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে আবদুস শহীদ সভাপতি ও বিএনপি সমর্থিত প্যানেলের আমিনুল ইসলাম রতন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে ফল ঘোষণা করা হয়।

নির্বাচনে মোট ৬১০ জন ভোটারের মধ্যে ৫৬৮ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী এস এম মাহবুবুর রহমান।

নির্বাচনে মোট ১৪টি পদের মধ্যে সভাপতিসহ মোট নয়টি পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এর মধ্যে ১২ বারের সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল আলম শহীদ টানা দ্বিতীয়বারের মতো সভাপতি এবং মো. আমিনুল ইসলাম রতন টানা চতুর্থবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি মো. আব্দুর রাশিদ ভূঞা ও মুফতী মো. জাকির খান, সহসাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম এবং কার্যকরী সদস্য পদে মোশারফ হোসেন, মো. সিরাজুল ইসলাম ভূইয়া, মো. ওমর ফারুক আওয়াল, রফিকুল ইসলাম রফিক ও আছমা আক্তার।

অন্যদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে নির্বাচিত অন্যরা হলেন সহসাধারণ সম্পাদক জুনায়েদ কায়সার বাপ্পি, লাইব্রেরি সম্পাদক রায়হান মিয়া, সাংস্কৃতিক সম্পাদক এ. এম. ছাজ্জাদুল হক এবং অডিটর শাখাওয়াত হোসেন।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির