হোম > সারা দেশ > ঢাকা

এসইউবি ইংরেজি বিভাগ-টেসল সোসাইটি অব বাংলাদেশের আয়োজনে ‘ডিস্টিংগুইশড লেকচার সিরিজ’

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) ডিপার্টমেন্ট অব ইংলিশ স্টাডিজ এবং টেসল সোসাইটি অব বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘Globalectics and Ngugi wa Thiong’o’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জুলাই) রাত ৮টায় ওয়েবিনারটি অনুষ্ঠিত হয়। এটি ডিপার্টমেন্ট অব ইংলিশ স্টাডিজের ডিস্টিংগুইশড লেকচার সিরিজের অষ্টম সংকলন। 

ওয়েবিনারে বক্তা হিসেবে ছিলেন ড. সিমি মালহোত্রা (অধ্যাপক এবং প্রধান, ইংরেজি বিভাগ, পরিচালক, সেন্টার ফর ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ, জামিয়া মিল্লিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়, দিল্লি, ভারত)। 

ড. সিমি মালহোত্রা তাঁর বক্তব্যে গ্লোবালেকটিক্সকে বিশদভাবে বর্ণনা করেন। তিনি বিশ্বসাহিত্যের পাঠ এবং অনুধাবনে এই পদ্ধতি কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি তুলে ধরেন। পাশাপাশি তিনি ব্যাখ্যা করেন গ্লোবালেকটিকস কীভাবে বিভিন্ন সংস্কৃতির মানুষকে সংযুক্ত করার ক্ষেত্রে একটি প্রক্রিয়া হিসেবে কাজ করে। তিনি বিশ্বায়ন ও প্রযুক্তির নিত্যনতুন অবদানের দরুন ই-বুক বা অডিও বুকের বিস্তৃত ব্যবহারের সঙ্গে সম্পর্কিত সাইবোরেচার (cyborature) সম্পর্কেও আলোচনা করেন। 

ওয়েবিনারের আলোচক মাশরুর শাহিদ হোসেন (অধ্যাপক, ইংরেজি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) ড. সিমি মালহোত্রার বক্তব্যের পরিপ্রেক্ষিতে নিজের মতামত ব্যক্ত করেন। 

এসইউবি ডিপার্টমেন্ট অব ইংলিশ স্টাডিজের সহকারী অধ্যাপক ও ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান তৌহিদা ইয়াসমিন হুমায়রার স্বাগত বক্তব্য প্রদানের মাধ্যমে এ আয়োজন শুরু হয়। 

আয়োজনে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের ইংরেজি বিভাগের অধ্যাপক ও টেসল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. সাইদুর রহমান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের ইংরেজি বিভাগের সিনিয়র সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ও টেসল সোসাইটি অব বাংলাদেশের সহসভাপতি হামিদুল হক এবং বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ ও শিক্ষার্থীবৃন্দ। 

অনুষ্ঠানের আহ্বায়ক এসইউবি ডিপার্টমেন্ট অব ইংলিশ স্টাডিজের সহকারী অধ্যাপক পরেন চন্দ্র বর্মণের কৃতজ্ঞতা জ্ঞাপনসূচক বক্তব্যের মাধ্যমে আয়োজনের পরিসমাপ্তি হয়। 

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন এসইউবি ডিপার্টমেন্ট অব ইংলিশ স্টাডিজের প্রভাষক নুশরাত আরা।

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১