হোম > সারা দেশ > ঢাকা

ডিএনসিসিতে এডিসের লার্ভা পাওয়ায় সাড়ে চার লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। দশ দিনের বিশেষ অভিযানের অংশ হিসেবে আজ সোমবার ষষ্ঠ দিনে দশটি অঞ্চলেই অভিযান পরিচালনা করেছে ডিএনসিসি। ডিএনসিসির বিভিন্ন অঞ্চলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ১০টি মামলায় সাড়ে চার লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অঞ্চল-১ ও ৭ এর আওতাধীন উত্তরা এলাকায় এডিস মশা নির্মূলে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনের ফাঁকা প্লট, ড্রেন, ঝোপঝাড়ে কিউলেক্স মশক বিরোধী অভিযান ও সমন্বিতভাবে এডিস বিরোধী অভিযান চালানো হয়। এ সময় এডিস মশার লার্ভা পাওয়ায় ৫টি মামলায় মোট তিন লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী মধ্যবাড্ডা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে এডিসের লার্ভা পাওয়ায় ২টি মামলায় মোট ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অঞ্চল ৬ এর আওতাধীন উত্তরা সেক্টর ১২ এলাকায় এডিস মশার বিস্তার রোধে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় একটি নার্সারিতে এডিস মশার লার্ভা পাওয়ায় ১টি মামলায় দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ