হোম > সারা দেশ > ঢাকা

সাবেক ৩৪৪ সংসদ সদস্যকে আসামি করে হত্যাচেষ্টা মামলা

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এক পোশাককর্মীকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ৩৪৪ জন সাবেক সংসদ সদস্যের (এমপি) বিরুদ্ধে মামলা করা হয়েছে। ৬ জানুয়ারি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে মামলাটি করেন ভুক্তভোগী পোশাককর্মী মো. আলাদুল ইসলাম ওরফে আলাউদ্দিন (২৮)।

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বাদীপক্ষের আইনজীবী মাসুদ মিয়া আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আইনজীবী মাসুদ মিয়া বলেন, পোশাককর্মী আলাদুলের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এর আগে কোনো মামলা হয়েছে কি না, সেটি তদন্ত করে আগামী ২৭ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত।

মামলায় অভিযোগ করেন, গত ৫ আগস্ট বেলা ২টার দিকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় ডান হাতে গুলিবিদ্ধ হন আলাউদ্দিন। তারপর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নেন তিনি।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও সংসদ সদস্য শেখ হাসিনাসহ ২৯৫ জন ও সংরক্ষিত নারী আসনের ৪৯ জনকে আসামি করা হয়েছে। শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সাবেক মন্ত্রী টিপু মুনশি, ফরহাদ হোসেন, শেখ হাসিনার শিল্প ও বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, আবদুল লতিফ সিদ্দিকীসহ ৩৪৪ জন সাবেক সংসদ সদস্যকে আসামি হিসেবে অন্তর্ভুক্তির আবেদন করা হয়েছে। এ ছাড়া ১১৯ জনকে আসামি হিসেবে অন্তর্ভুক্তির আবেদন করেছেন বাদী।

হাদিকে গুলি: আসামি গ্রেপ্তারের আশা ছেড়ে দিয়েছে পুলিশ

অফিস দখল নিয়ে জুলাই রেভেলসের দুজনকে জখম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক