হোম > সারা দেশ > ঢাকা

সাবেক ৩৪৪ সংসদ সদস্যকে আসামি করে হত্যাচেষ্টা মামলা

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এক পোশাককর্মীকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ৩৪৪ জন সাবেক সংসদ সদস্যের (এমপি) বিরুদ্ধে মামলা করা হয়েছে। ৬ জানুয়ারি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে মামলাটি করেন ভুক্তভোগী পোশাককর্মী মো. আলাদুল ইসলাম ওরফে আলাউদ্দিন (২৮)।

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বাদীপক্ষের আইনজীবী মাসুদ মিয়া আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আইনজীবী মাসুদ মিয়া বলেন, পোশাককর্মী আলাদুলের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এর আগে কোনো মামলা হয়েছে কি না, সেটি তদন্ত করে আগামী ২৭ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত।

মামলায় অভিযোগ করেন, গত ৫ আগস্ট বেলা ২টার দিকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় ডান হাতে গুলিবিদ্ধ হন আলাউদ্দিন। তারপর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নেন তিনি।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও সংসদ সদস্য শেখ হাসিনাসহ ২৯৫ জন ও সংরক্ষিত নারী আসনের ৪৯ জনকে আসামি করা হয়েছে। শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সাবেক মন্ত্রী টিপু মুনশি, ফরহাদ হোসেন, শেখ হাসিনার শিল্প ও বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, আবদুল লতিফ সিদ্দিকীসহ ৩৪৪ জন সাবেক সংসদ সদস্যকে আসামি হিসেবে অন্তর্ভুক্তির আবেদন করা হয়েছে। এ ছাড়া ১১৯ জনকে আসামি হিসেবে অন্তর্ভুক্তির আবেদন করেছেন বাদী।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার