রাজবাড়ীতে গত ২৪ ঘণ্টায় করোনা নতুন শনাক্ত হয়েছেন ৯২ জন এবং মারা গেছেন তিনজন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৫৪ জন। সিভিল সার্জন ইব্রাহিম টিটোন এসব তথ্য নিশ্চিত করেন।
মৃতরা হলেন, সদর উপজেলার রামকান্তপুর এলাকার আহম্মদ আলী (১১০), বরাট ইউনিয়নের রবেয়া বেগম (৬০), কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের বেলা বেগম (৬৫)।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ১৬৮টি নমুনা পরীক্ষায় ৯২ জন করোনা রোগী শনাক্ত করা হয়। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা চয় হাজার ৯৫৩ জন। মোট সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৪৮৪ জন। হোম আইসোলেশনে আছেন এক হাজার ৩৪১ জন। হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৪ জন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৫৪ জন। এখন পর্যন্ত আরটি পিসি আরের মাধ্যমে ২১ হাজার ৫৮৬টি নমুনা এবং র্যাপিড অ্যান্টিজেন্টের মাধ্যমে পাঁচ হাজার ৫১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।