হোম > সারা দেশ > ঢাকা

কলেজছাত্রীকে বিয়ে: পদত্যাগ করলেন আইডিয়ালের মুশতাক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আলোচনা-সমালোচনার পর অবশেষে পদত্যাগ করেছেন রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদ। প্রতিষ্ঠানটির একাদশ শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করে আলোচনায় আসেন তিনি। এই বিয়ে নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।

গত বৃহস্পতিবার গভর্নিং বডির সভাপতির কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের কারণ ‘ব্যক্তিগত’ বলে উল্লেখ করেছেন তিনি।

খন্দকার মুশতাক আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ব্যক্তিগত কারণে দাতা সদস্য পদ থেকে পদত্যাগ করেছি। এখন থেকে এ প্রতিষ্ঠানের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’ 

জানা যায়, ২৫ মার্চ সিনথিয়া ইসলামকে বিয়ে করেন মুশতাক আহমেদ। তবে এ ঘটনা জানাজানি হয় গত জুনের শুরুতে। এর আগে অবশ্য আরও দুটি বিয়ে করেছিলেন মুশতাক আহমেদ। যা পরে ছাড়াছাড়ি হয়ে যায়। ওই পরিবারগুলোতে এক ছেলে, এক মেয়ে রয়েছে। 

গত ৩১ মে ওই ছাত্রীকে নিপীড়নের অভিযোগে তদন্ত কমিটি করে শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ (গভর্নিং বডি)। কমিটির প্রধান করা হয় ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মমতাজ বেগমকে। কমিটিকে এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। কিন্তু এখন পর্যন্ত কমিটি প্রতিবেদন জমা দেয়নি। এর আগে সিনথিয়ার বাবা সাইফুল ইসলাম অপহরণ ও ধর্ষণের অভিযোগে গত ২২ জুন ঠাকুরগাঁও এবং ১ আগস্ট ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। 

পদত্যাগের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গভর্নিং বডির সভাপতি ও ডাক টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান। তিনি বলেন, ‘তার পদত্যাগপত্র পেয়েছি। পরবর্তী বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

আরও পড়ুন:

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে