হোম > সারা দেশ > মানিকগঞ্জ

নানার কবরে চিরনিদ্রায় শায়িত পাইলট আসিম জাওয়াদ

মানিকগঞ্জ প্রতিনিধি

চট্টগ্রামে বিমান বিধ্বস্তে নিহত বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ রিফাতের দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার বেলা ৩টার দিকে আসিমের জানাজা শেষে মানিকগঞ্জ সেওতা কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর নানার কবরে দাফন সম্পন্ন হয়। 

এর আগে বেলা ১১টা ৫০ মিনিটে বিমানবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারযোগে মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে আসিমের মরদেহ আনা হয়। এ সময় পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বাদ জুমা শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে আসিমের জানাজা অনুষ্ঠিত হবে। বেলা ১টার দিকে জুমার নামাজের পর স্থানীয় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ কয়েক হাজার মানুষের উপস্থিতিতে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

আসিমের জানাজা অনুষ্ঠিত হওয়ার কিছু সময় আগে তাঁর বাবা আমানউল্লাহ একমাত্র সন্তান হারানোর শোক যেন কাটিয়ে উঠতে পারেন এবং অল্প সময়ে চলে যাওয়া সন্তানের জন্য উপস্থিত সবার কাছে দোয়া চান।

নিহতের বড় খালু শামসুল ইসলাম বলেন, ‘বিমানবাহিনীর হেডকোয়ার্টার্সে আসিম জাওয়াদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক আসিমকে ঢাকায় তাঁদের নিজস্ব কবরস্থানে দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু আসিমের মায়ের দাবি অনুযায়ী তাঁকে মানিকগঞ্জ সেওতা কবরস্থানে তাঁর নানার কবরে দাফন করা হয়।’

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল বলেন, ‘আমরা মনে করি, আসিম মারা যাওয়ার ঘটনায় একটি নিখুঁত এবং সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। কীভাবে, কী কী কারণে এমন একটা দুর্ঘটনা হলো, এটা আমরা জানতে চাই। জাতির সামনে যেন তদন্ত রিপোর্ট উপস্থাপন করা হয়। পাশাপাশি নিহতের মা, স্ত্রী, সন্তানেরা যেন সারা জীবন চলতে পারে, তার একটা সঠিক ব্যবস্থা যেন সরকারের পক্ষ থেকে করা হয়।’

আরও পড়ুন:

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ