হোম > সারা দেশ > ঢাকা

দুস্থ মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি র‍্যাব মহাপরিচালকের আহ্বান

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

র‍্যাব মহাপরিচালক বলেছেন, ‘আমি সমাজের অবস্থাপন্ন ও বিত্তবান শ্রেণির মানুষদের অনুরোধ করব, তারা যেন রমজানে অসহায় দুস্থ ও নিপীড়িত মানুষের পাশে বিভিন্ন সহায়তা নিয়ে এগিয়ে আসেন।’

আজ রোববার র‍্যাব সদর দপ্তরে এতিম দুস্থ শিশু ও র‍্যাব সদস্যদের সঙ্গে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ আহ্বান জানান। 

র‍্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘আভিযানিক কার্যক্রমের পাশাপাশি র‍্যাব ফোর্সেস বিভিন্ন সময়ে মানবতার সেবায় অসহায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। মানবিক কাজের অংশ হিসেবে আমরা এতিম, অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ, শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ, গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ, রক্তদান কর্মসূচি এবং দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ করেছি।’ 

র‍্যাব ডিজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘মহান আল্লাহ তায়ালা সর্বপ্রকার শ্রেষ্ঠত্ব দিয়ে অন্যান্য মাস অপেক্ষা রমজান মাসকে মহিমান্বিত করেছেন। সিয়াম সাধনার মাধ্যমে রমজানে আমরা ক্ষুধার্ত ও অসহায় মানুষের কষ্ট বুঝতে চেষ্টা করি। আমাদের সকলের উচিত রমজানে সিয়াম সাধনার পাশাপাশি দুস্থ ও এতিম শিশু, অসহায়, দরিদ্র ও ক্ষুধার্তকে সহায়তার মাধ্যমে তাদের দুঃখ কষ্ট লাঘবের চেষ্টা করা।’ 

আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘মহান আল্লাহ তায়ালার অনুগ্রহ পেতে পবিত্র রমজান মাস উপলক্ষে আমাদেরকে রমজানের রোজাসমূহ গুরুত্বের সহিত পালন করতে হবে। পাশাপাশি নামাজ আদায়, অসহায়, দুস্থদের পাশে দাঁড়ানো এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে।’ 

আবদুল্লাহ আল-মামুন আরও বলেন, ‘বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে র‍্যাব। র‍্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, জঙ্গি, মাদক, চাঁদাবাজ, ছিনতাইকারী, প্রতারকসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তার এবং বিভিন্ন বিপদ ও দুর্যোগের সময় অসহায় ও নিপীড়িতদের পাশে দাঁড়িয়ে সাধারণ জনগণের নিকট আস্থা ও ভরসার স্থলে পরিণত হয়েছে র‍্যাব। অতীতের ন্যায় সামনের দিনগুলোতেও র‍্যাব সদস্যগণ তাদের পেশাদারির মাধ্যমে র‍্যাবের এই সুনাম অক্ষুণ্ন রাখবে বলে আশাবাদ ব্যক্ত করছি।’ 

র‍্যাব ডিজি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে দেশের আপামর জনসাধারণের সঙ্গে মিশে সকলের দুঃখ কষ্ট সমানভাবে ভাগাভাগি করে নিয়েছিলেন; ঠিক তেমনিভাবে তার আদর্শকে অনুসরণ করে আমরা আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সকল শ্রেণির মানুষ মিলে ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারি-এ আশাবাদ ব্যক্ত করছি।’ 

ইফতার ও দোয়া মাহফিলে অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস), অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), বিভিন্ন ব্যাটালিয়নের পরিচালকবৃন্দসহ অন্যান্য র‍্যাব কর্মকর্তা, দুস্থ এতিম শিশু ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল