হোম > সারা দেশ > ঢাকা

ঢাবি সাংবাদিক সমিতির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

ঢাবি প্রতিনিধি

‘তথ্যে তারুণ্যে নিত্য সত্যে’—স্লোগানকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের উপস্থিতিতে কেক কেটে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়। পরে উপাচার্যের নেতৃত্বে টিএসসিতে র‍্যালি বের করা হয়। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সাইফুদ্দীন আহমদ, সাংবাদিক সমিতির সভাপতি আল সাদী ভূঁইয়া, সহসভাপতি রাসেল সরকার, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাহী, যুগ্ম সাধারণ সম্পাদক নাসিমুল হুদাসহ সমিতির সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন। নিয়াজ আহমদ খান প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমিতির সদস্যবৃন্দ এবং সমিতির সঙ্গে যুক্ত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের শুভেচ্ছা জানান। 

নিয়াজ আহমদ খান বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যরা নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও তাদের এই পেশাদারি অব্যাহত থাকবে বলে মনে করি। বিশ্ববিদ্যালয় প্রশাসন সকলকে নিয়ে দক্ষতা, স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে বিভিন্ন পরিস্থিতি মোকাবিলা করে এগিয়ে যাবে।’ 

অধ্যাপক ড. সায়মা হক বিদিশা মানুষের জীবনে গণযোগাযোগের গুরুত্ব তুলে ধরে বলেন, তরুণ সাংবাদিকদের কর্মচাঞ্চল্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি পরিচালিত হয়ে আসছে। প্রশাসনকে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করতে সমিতির সদস্যরা সহযোগিতা করবে বলে আশাবাদ রাখেন তিনি। 

অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সুশাসন প্রতিষ্ঠায় সংবাদমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুশাসন প্রতিষ্ঠা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট