হোম > সারা দেশ > ঢাকা

নিরাপদ সড়কের দাবিতে বিইউএইচএস শিক্ষার্থীদের মানববন্ধন

আজকের পত্রিকা ডেস্ক­

নিরাপদ সড়কের দাবিতে বিইউএইচএসের শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: বিজ্ঞপ্তি

নিরাপদ সড়কের দাবিতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের (বিইউএইচএস) শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ র‍্যালির করেছেন। গত বৃহস্পতিবার (১ জুলাই) ক্যাম্পাস-সংলগ্ন মিরপুরের দারুস সালাম রোডে মানববন্ধন ও প্রতিবাদ র‍্যালির আয়োজন করেন তাঁরা।

সম্প্রতি টেকনিক্যাল মোড়ে বাসের ধাক্কায় বিইউএইচএসের রেডিওলোজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি বিভাগের সপ্তম সেমিস্টারের মো. উজ্জ্বল হোসেন নামের একজন ছাত্র আহত হলে তাঁর প্রতিবাদে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীরা সকাল থেকে ‘নিরাপদ সড়ক চাই’সহ বিভিন্ন লেখাসংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে ক্যাম্পাসে জড়ো হয়। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে র‍্যালি শুরু হয়। দারুস সালাম রোড ও টেকনিক্যাল মোড় প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এসে র‍্যালি শেষ হয়। এরপর তাঁরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

নিরাপদ সড়কের দাবিতে বিইউএইচএসের শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: বিজ্ঞপ্তি

বিইউএইচএসের শিক্ষার্থীরা দুর্ঘটনা রোধে অবিলম্বে সড়কে পর্যাপ্ত গতিরোধক নির্মাণের দাবি জানান। বিইউএইচএসের রিপ্রোডাকটিভ অ্যান্ড চাইল্ড হেলথ বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রক্টর ডা. নাসরীন নাহার অনুষ্ঠানে অংশ নিয়ে দুর্ঘটনায় ছাত্র আহত হওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বিইউএইচএসের উপাচার্য অধ্যাপক ড. জে এম এ হান্নান শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন। তিনি সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক