হোম > সারা দেশ > ঢাকা

নিরাপদ সড়কের দাবিতে বিইউএইচএস শিক্ষার্থীদের মানববন্ধন

আজকের পত্রিকা ডেস্ক­

নিরাপদ সড়কের দাবিতে বিইউএইচএসের শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: বিজ্ঞপ্তি

নিরাপদ সড়কের দাবিতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের (বিইউএইচএস) শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ র‍্যালির করেছেন। গত বৃহস্পতিবার (১ জুলাই) ক্যাম্পাস-সংলগ্ন মিরপুরের দারুস সালাম রোডে মানববন্ধন ও প্রতিবাদ র‍্যালির আয়োজন করেন তাঁরা।

সম্প্রতি টেকনিক্যাল মোড়ে বাসের ধাক্কায় বিইউএইচএসের রেডিওলোজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি বিভাগের সপ্তম সেমিস্টারের মো. উজ্জ্বল হোসেন নামের একজন ছাত্র আহত হলে তাঁর প্রতিবাদে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীরা সকাল থেকে ‘নিরাপদ সড়ক চাই’সহ বিভিন্ন লেখাসংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে ক্যাম্পাসে জড়ো হয়। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে র‍্যালি শুরু হয়। দারুস সালাম রোড ও টেকনিক্যাল মোড় প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এসে র‍্যালি শেষ হয়। এরপর তাঁরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

নিরাপদ সড়কের দাবিতে বিইউএইচএসের শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: বিজ্ঞপ্তি

বিইউএইচএসের শিক্ষার্থীরা দুর্ঘটনা রোধে অবিলম্বে সড়কে পর্যাপ্ত গতিরোধক নির্মাণের দাবি জানান। বিইউএইচএসের রিপ্রোডাকটিভ অ্যান্ড চাইল্ড হেলথ বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রক্টর ডা. নাসরীন নাহার অনুষ্ঠানে অংশ নিয়ে দুর্ঘটনায় ছাত্র আহত হওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বিইউএইচএসের উপাচার্য অধ্যাপক ড. জে এম এ হান্নান শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন। তিনি সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ দ্বিতীয় দিনে, তীব্র যানজটে ভোগান্তি

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি