হোম > সারা দেশ > গাজীপুর

কাপাসিয়ায় আগুনে পুড়ল বাড়ি ও দোকান

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের সিংগুয়া এলাকায় আগুনে ২টি বসতঘর, ১টি মুদি দোকান, ২টি সিএনজি চালিত অটোরিকশা পুড়ে গেছে। এ সময় দগ্ধ হয়েছেন একজন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে সিংগুয়া পূর্বপাড়া মফিজ উদ্দিন মোড়লের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তের। 

ক্ষতিগ্রস্ত মো. মফিজ উদ্দিন মোড়ল আজকের পত্রিকাকে বলেন, ‘আগুন কীভাবে লাগছে তা জানি না, তবে মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনে জমির দলিল পত্র, ব্যাংক থেকে উঠানো ১ লাখ টাকা, টিভি, ফ্রিজ, ফার্নিচারসহ সবকিছু পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’ 

স্থানীয় বাসিন্দা সুমন উজজামান মোড়ল জানান, ‘আগুন মুহূর্তের মধ্যেই পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা চালায় এবং নরসিংদীর মনোহরদী ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। একই সঙ্গে কাপাসিয়া ফায়ার সার্ভিস স্টেশনেও খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই তিনটি ঘরের আসবাবপত্র ও মুদি দোকানের সব মাল, সিএনজি চালিত ২টি অটোরিকশা পুড়ে যায়।’ 

মনোহরদী উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পাওয়ার পরই আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে তাৎক্ষণিক পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টা সময় লেগেছে আগুন নিয়ন্ত্রণে আনতে। আগুনে মুদি দোকান, বসত ঘরের আসবাবপত্র এবং সিএনজি চালিত অটোরিকশা পুড়ে গেছে। এ সময় মো. আলী হোসেন (২২) নামের এক যুবক আহত হয়েছেন।’ 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু