হোম > সারা দেশ > ঢাকা

সাঁতার কাটতে গিয়ে গুরুতর অসুস্থ, হাসপাতালে প্রাণ গেল ঢাবি শিক্ষার্থীর

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পুকুরে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে গুরুতর অসুস্থ হয়ে পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে পলাশ আহমেদ নামে এক শিক্ষার্থীর। তিনি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা যায়, ফুটবল খেলার পর ক্লান্ত অবস্থায় দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পুকুরে গোসল করতে নামেন পলাশ। এ সময় তিনি মেইন বিল্ডিংয়ের পাশের সিঁড়ি দিয়ে পুকুরে নামেন। সাঁতরে তিনি পুকুরের বাঁ পাশে চলে আসেন। এ সময় তিনি ডুবে যান। আশপাশের শিক্ষার্থীরা অবস্থা দেখে তাঁকে উদ্ধার করার জন্য পুকুরে নামেন। প্রায় ১০ মিনিট পর তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি ছাত্রলীগের কর্মী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ইসলামিক স্টাডিজ বিভাগের আরেক শিক্ষার্থী আনন্দ ফকির বলেন, ফুটবল খেলার পর জহুরুল হক হলের পুকুরে গোসল করতে নামেন পলাশ। গোসল করার সময় পুকুরের এক পাশ থেকে সাঁতার কেটে অন্য পাশ গিয়ে আবার ফিরে আসার সময় ক্লান্ত হয়ে পড়েন তিনি। এ সময় পুকুরের মাঝে তিনি ডুবে যান। পরে শিক্ষার্থীরা দ্রুত পুকুরে নেমে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করেন।

এ বিষয়ে জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুর রহিম বলেন, পলাশ পুকুরে ডুবে গেলে শিক্ষার্থীরা তাঁকে উদ্ধার করে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় পলাশকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তাঁর পরিবারকে বিষয়টি সম্পর্কে অবগত করা হয়েছে।

এই সম্পর্কিত আরও পড়ুন:

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার