হোম > সারা দেশ > ঢাকা

জবি শিক্ষার্থীরা গণ-অনশনে

জবি প্রতিনিধি 

চার দফা দাবিতে গণঅনশন শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

চার দফা দাবিতে গণঅনশন শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ শুক্রবার (১৬ মে) বেলা সাড়ে ৩টার দিকে এই অনশন শুরু করেন তাঁরা।

কাকরাইল মসজিদের পাশের মোড়ে যমুনা যাওয়ার অভিমুখে ব্যারিকেডের সামনে অনশনে বসেন শিক্ষার্থীরা। এই অনশনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নিতে দেখা যায়। এ সময় অনশনরত শিক্ষার্থীদের দেখভাল করতে দেখা যায় বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীদেরও।

কর্মসূচীর বিষয়ে শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, ‘আমাদের অনশন কর্মসূচি শুরু হয়েছে। যারা অনশনে অংশগ্রহণ করবে তারা অনশন ডেস্কে নাম এন্ট্রি করে অনশনে বসছে। এছাড়া অনশন কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে অন্য শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছে।’

বিকেল ৪টা ৪০ মিনিট পর্যন্ত অনশনে বসা শিক্ষার্থীর সংখ্যা ৫০ এর অধিক।

অনশনে বসা শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব বলেন, ‘আমাদের আন্দোলনের দুইদিন পেরিয়ে যাওয়ার পরও দাবি মেনে না নেওয়ায় আমরা অনশনে বসেছি। দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত এই অনশন কর্মসূচি চলতে থাকবে।’

অনশনরত শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবিগুলো রয়েছে সেগুলো পূরণ না হওয়ায় আমরা অনশনে বসেছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চলবেই।’

শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম অনশনে বসে বলেন, ‘আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশনে থাকব। হয় দাবি পূরণ হবে না হয় আমাদের মৃত্যু হবে। আমরা চাই আমাদের দাবিগুলো পূরণ হয়ে আমরা বিজয়মিছিল নিয়ে ক্যাম্পাসে ফিরে যেতে।’

উল্লেখ্য, টানা তৃতীয় দিনের মতো চার দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাকরাইলে অবস্থান করছেন। দাবিগুলো হলো—বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি চালু করা, জবির প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ একনেক সভায় পাশ ও বাস্তবায়ন, ১৪ মে শিক্ষার্থীদের ওপর পুলিশের অতর্কিত হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯