হোম > সারা দেশ > ঢাকা

ফ্রান্সে সন্ত্রাসীদের হাতে বাংলাদেশি খুন

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

ফ্রান্সে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে এক বাংলাদেশির খুন হওয়ার খবর পাওয়া গেছে। সোহেল রানা (৪৩) নামে ওই প্রবাসী স্থানীয় সময় গত ২১ মে ভোরে সন্ত্রাসীদের আক্রমণের শিকার হন। পরে সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৫ মে ভোরে তিনি মারা যান। 

সিরাজদিখান থানা–পুলিশ বিষয়টি জানলেও বিষয়টি নিশ্চিত করতে পারেনি। সরকারের পক্ষ থেকেও এখনো এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। 

নিহত সোহেল রানার পরিবারের সদস্য ও স্থানীয়রা জানিয়েছেন, মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের খিদিরপুর গ্রামের মো. আজিজুল হকের পুত্র। আইইয়াস নামে তাঁর ৩ বছরের একটি সন্তান রয়েছে। সোহেল স্ত্রী–সন্তানকে নিয়ে প্যারিসেই থাকতেন। 

নিহত সোহেলের বাবা আজিজুল হক বলেন, ‘আমার ছেলে প্যারিসের একটি রেস্টুরেন্টে রাতের বেলায় কাজ করত। হোটেলের মালিকসহ সবাই আমার ছেলেকে খুব আদর করত। প্রতিদিনের মতো গত শনিবার ভোর ৫টার দিকে কাজ শেষে সবাই বাসার উদ্দেশে বের হয়ে গেলে আমার ছেলে বের হয় ১০ মিনিট পর। রেস্টুরেন্টের কাছের একটি গলিতে সন্ত্রাসীরা মিলে আমার ছেলেকে মারধর করে পালিয়ে যায়।’ 

সোহেলের বাবা আরও বলেন, ‘তাঁর মাথার আঘাতটা ছিল খুব বেশি। পরে পুলিশ ওকে হাসপাতালে নিয়ে যায়। ৪ দিন চিকিৎসাধীন থাকার পর গত বুধবার বাংলাদেশ সময় সকাল ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।’ 

সোহেলের মৃত্যুর ঘটনায় রেস্টুরেন্টের মালিক বাদী হয়ে ফ্রান্সের একটি থানায় মামলা দায়ের করেছে বলেও জানান আজিজুল হক। 

লতব্দী ইউপির চেয়ারম্যান হাফেজ মো. ফজলুল হক শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘খুবই দুঃখজনক ঘটনা। খবরটি শোনার পর থেকেই মর্মাহত।’ 

সিরাজদিখান থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন বলেন, ‘মেসেজটা পেয়ে আমরা নিহতের বাড়িতে খোঁজ নিয়েছি। নিহতের বাবা মা ঢাকায় শান্তিনগরে বসবাস করেন। তাদের সাথে মোবাইলে যোগাযোগ করা হচ্ছে।’ 

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা