হোম > সারা দেশ > ঢাকা

দ্বিগুণ ভাড়া আদায়, সেনা-পুলিশের অভিযানে অতিরিক্ত টাকা ফিরে পাচ্ছেন যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

দূরপাল্লার বাসে ঈদযাত্রা ঘিরে নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগে রাজধানীর গাবতলীতে যৌথ অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। অভিযানে প্রমাণ মিললে অতিরিক্ত আদায় করা ভাড়া যাত্রীদের বিকাশ ও নগদের মাধ্যমে ফেরত দেওয়া হয়। কেউ টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানালে সেসব বাস ডাম্পিংয়ে নেওয়া হয়।

আজ রোববার দুপুরে গাবতলীর পর্বত সিনেমা হলের সামনে চেকপোস্ট বসিয়ে এই অভিযান চালানো হয়।

সরেজমিনে দেখা গেছে, একাধিক পরিবহন ঈদের অজুহাতে নির্ধারিত ভাড়ার তুলনায় দুই গুণ বেশি টাকা আদায় করছে। যেমন ঢাকা-পঞ্চগড় রুটে চলাচলকারী শ্যামলী স্লিপার এসি কোচে যেখানে ভাড়া ১ হাজার ৫০০ টাকা, সেখানে যাত্রীদের কাছ থেকে ৩ হাজার টাকা আদায় করা হয়। অভিযানে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রমাণ পাওয়ায় যাত্রীদের অর্থ ফেরত দেওয়া হয়। অনুরূপভাবে যেসব বাস ফেরত দেয়নি, সেগুলো ডাম্পিংয়ে পাঠানো হয়।

শ্যামলী পরিবহনের যাত্রী হাবিবুর রহমান হিমু বলেন, ‘আমাদের কাছ থেকে ৩ হাজার টাকা নেওয়া হয়েছে, অথচ সাধারণ ভাড়া ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৫০০ টাকা। তারা আমাদের জিম্মি করে টিকিট বিক্রি করেছে। তবে সেনাবাহিনীর হস্তক্ষেপে ভাড়ার একটা অংশ ফেরত পেয়েছি। ভালো লাগছে।’

অন্যদিকে ঢাকা-পাবনা রুটে চলাচলকারী হাসিব পরিবহনে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে যাত্রীদের কাছ থেকে ৬০০ টাকা ভাড়া আদায় করা হয়, যেখানে নির্ধারিত ভাড়া ৪০০ টাকা। অভিযানে সেখানেও অতিরিক্ত ২০০ টাকা ফেরত দেওয়া হয়। এই রুটের যাত্রী সাইফুল হক বলেন, ‘বাড়তি টাকা ফেরত পেয়ে ভালো লাগছে। এমন অভিযান চলমান থাকলে মানুষ আর ঠকবে না।’

দিনভর চলা অভিযানে দেখা যায়, ঢাকা-দিনাজপুর রুটে চলা আহাদ এসি পরিবহন ১ হাজার ২০০ টাকার স্থানে ২ হাজার টাকা ভাড়া আদায় করেছে। যাত্রীদের টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানানোয় বাসটিকে ডাম্পিংয়ে নেওয়া হয়।

যৌথ অভিযানের বিষয়ে ডিএমপির মিরপুর ট্রাফিক বিভাগের দারুস সালাম এলাকার পুলিশ সার্জেন্ট তানজীদ আহমেদ বলেন, ‘সকাল থেকে দূরপাল্লার বাসে অভিযান চলছে। আমরা যাত্রীদের টিকিট চেক করে ভাড়া যাচাই করছি। বাড়তি টাকা আদায় করা হলে তা ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। যারা ফেরত দিচ্ছে না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

মাদারীপুরের ৩টি আসন: বিভক্ত বিএনপি, এগিয়ে জামায়াত

মিরপুরে খাঁচা থেকে বেরিয়ে এল সিংহী, আর চিড়িয়াখানা থেকে দর্শনার্থীরা

গুলশানে ৫৪০ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ১

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার