হোম > সারা দেশ > ঢাকা

‘টাকা, মালামাল পুড়ে ছাই, কিচ্ছু বের করতে পারি নাই ভাই’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বঙ্গবাজার-সংলগ্ন সেক্রেটারিয়েট রোডের ফুটপাত ঘেঁষে মুখোমুখি বসে আছেন লিমন ব্যাপারী ও লিটন শেখ। লিমন ব্যাপারী আর লিটন শেখ অঝোরে কাঁদছেন। দুজনেরই দুটি করে চারটি দোকান বঙ্গবাজার আর এনেক্স মার্কেটে ৷ আগুনে যে ক্ষতি হয়েছে, তার জন্য কোনো সান্ত্বনার বাণীই তাঁদের জন্য যথেষ্ট নয় ৷ 

সকাল সাড়ে ৬টায় খবর পেয়ে মার্কেটের সামনে আসেন লিটন শেখ ও লিমন ব্যাপারী। আগুন তখন ছড়িয়ে পড়েছে মার্কেটে। কোনোভাবেই ভেতরে ঢোকার অবস্থা নেই ৷ লামিয়া প্যান্ট ওয়্যার নামে বঙ্গবাজারের ২০৮৩ নম্বর দোকানে ক্যাশ ৫০ হাজার টাকা ও মালামাল ছিল ১৩ লাখ টাকার। গোডাউনে ছিল ২০ লাখ টাকার মালামাল। এসবের কোনো কিছুই লিটন শেখ বের করতে পারেননি। সারাজীবন তিল তিল করে গড়া ব্যবসা চোখের সামনে পুড়ে যেতে দেখে কোনোভাবেই নিজেকে ধরে রাখতে না পেরে বসে পড়েছেন রাস্তায়। লিটন শেখ বলেন, ‘কিছুই বাইর করতে পারি নাই ভাই ৷ টাকা, মালামাল পুড়ে ছাই। আমরা সর্বস্বান্ত হইয়া গেলাম।’   

কান্না থামিয়ে এবার কথা বললেন লিমন ব্যাপারী ৷ তিনি বলেন, ‘বঙ্গ মার্কেটে আমার দুইটা দোকান। ক্যাশে ছিল ২৭ লাখ টাকা। হাতের মুঠায় জীবন নিয়া ক্যাশ টাকাগুলা বাইর করতে পারছি ৷ কিন্তু কোনো মালামাল বাইর করতে পারি নাই। দোকানে আছিল ১৪ লাখ টাকার মাল। আমরা ব্যবসায়ীর নিজেগো টাকা আর ঋণের টাকা মিলিয়ে ব্যবসায় লাগাই (বিনিয়োগ)। ঈদের বাজার সামনে রাইহা বর্তমান বড় পুঁজি খাইটাইছিলাম ৷ যহন থাইকা ব্যবসা শুরু হইব, তহনই এই আগুন ৷ আমরা কেমনে, কী করমু!’ 

ইসলামীয়া মার্কেটের গোডাউন থেকে মালামাল সরিয়ে সেক্রেটারিয়েট রোডে এনে স্তূপ করছেন নিডেল ফ্যাশন ওয়্যারের কর্মচারীরা। সইতে না পেরে এই দোকানের মালিক ইমরান হোসেন নিজেই লেগে গেছেন মালামাল বহন করতে। মাথায় করে বস্তা এনে স্তূপ করছেন তিনি। তাঁর সঙ্গে কথা হলে বলেন, পুরাই লস প্রোজেক্ট ভাই ৷ কত টাকা ক্ষতি হইল এহনি সেইটা কইতে পারমু না। চিন্তা করতাছি সামনের ঈদে কেমনে কী করমু! আমার পরিবার আছে, দোকানের স্টাফ আর কর্মচারী আছে। তাগো ঈদ কেমনে যাইব! 

দোকানদারদের ভাষ্যমতে, আদর্শ মার্কেটে আগে আগুন লাগে। তারপর সেই আগুন ছড়ায় বঙ্গবাজার, এনএক্স আর ইসলামীয়া মার্কেটে ৷ বঙ্গবাজারে অন্তত সারে তিন হাজার দোকান আছে, যার সবগুলোই পুড়ে ছাই।

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১