হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

মেয়ের জামাইকে হত্যার দায়ে শ্বশুরের যাবজ্জীবন কারাদণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে সৎ মেয়ের স্বামীকে কুপিয়ে হত্যার দায়ের আবু বাক্কার (৬০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে অনাদায়ের আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সায়েদুর রহমান খান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি কিশোরগঞ্জ জেলা শহরের পূর্ব তারাপাশা এলাকার বাসিন্দা। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আবু সাঈদ ইমাম রায়ের।

মামলার বিবরণে জানা গেছে, ধর্মান্তরিত হয়ে আবু বাক্কারের সৎ মেয়ে শারমিন আক্তারকে বিয়ে করেন শহরের বত্রিশ জেলা স্মরণী এলাকার মধুচন্দ্র বণিকের ছেলে উমর ফারুক। এর আগে তাঁর নাম ছিল রুকন চন্দ্র বণিক। বিয়ের পর এ সম্পর্ক মেনে নিতে পারেননি আবু বাক্কার। এরই জেরে ২০১৯ সালের ৩০ মে দুপুরে উমর ফারুককে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন আবু বাক্কার। এ ঘটনায় ওই দিনই শারমিন বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় সৎ বাবার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

পরে, ২০১৯ সালের ১২ জুলাই আদালতে চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা এসআই অজিত কুমার সরকার। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। এ সময় দণ্ডপ্রাপ্ত আবু বাক্কার আদালতে উপস্থিত ছিলেন।

নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অভিযোগে সিটি ইউনিভার্সিটির ৫ শিক্ষার্থী গ্রেপ্তার

নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে নারী পথচারীর মৃত্যু

নাঈমকে দুই দফা মারধরের পর রাস্তায় ফেলে যায় মোটরসাইকেল আরোহীরা—আসামির জবানবন্দি

বসুন্ধরায় আইনজীবী হত্যা: গ্রেপ্তার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আইনজীবী হত্যার মূল আসামি গ্রেপ্তার

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় ডিএনসিসির স্টিয়ারিং কমিটি গঠন

কেরানীগঞ্জে এবার কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১

বিসিআইসির ইকবালের জমি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ