হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

মেয়ের জামাইকে হত্যার দায়ে শ্বশুরের যাবজ্জীবন কারাদণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে সৎ মেয়ের স্বামীকে কুপিয়ে হত্যার দায়ের আবু বাক্কার (৬০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে অনাদায়ের আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সায়েদুর রহমান খান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি কিশোরগঞ্জ জেলা শহরের পূর্ব তারাপাশা এলাকার বাসিন্দা। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আবু সাঈদ ইমাম রায়ের।

মামলার বিবরণে জানা গেছে, ধর্মান্তরিত হয়ে আবু বাক্কারের সৎ মেয়ে শারমিন আক্তারকে বিয়ে করেন শহরের বত্রিশ জেলা স্মরণী এলাকার মধুচন্দ্র বণিকের ছেলে উমর ফারুক। এর আগে তাঁর নাম ছিল রুকন চন্দ্র বণিক। বিয়ের পর এ সম্পর্ক মেনে নিতে পারেননি আবু বাক্কার। এরই জেরে ২০১৯ সালের ৩০ মে দুপুরে উমর ফারুককে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন আবু বাক্কার। এ ঘটনায় ওই দিনই শারমিন বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় সৎ বাবার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

পরে, ২০১৯ সালের ১২ জুলাই আদালতে চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা এসআই অজিত কুমার সরকার। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। এ সময় দণ্ডপ্রাপ্ত আবু বাক্কার আদালতে উপস্থিত ছিলেন।

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫