হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

মেয়ের জামাইকে হত্যার দায়ে শ্বশুরের যাবজ্জীবন কারাদণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে সৎ মেয়ের স্বামীকে কুপিয়ে হত্যার দায়ের আবু বাক্কার (৬০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে অনাদায়ের আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সায়েদুর রহমান খান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি কিশোরগঞ্জ জেলা শহরের পূর্ব তারাপাশা এলাকার বাসিন্দা। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আবু সাঈদ ইমাম রায়ের।

মামলার বিবরণে জানা গেছে, ধর্মান্তরিত হয়ে আবু বাক্কারের সৎ মেয়ে শারমিন আক্তারকে বিয়ে করেন শহরের বত্রিশ জেলা স্মরণী এলাকার মধুচন্দ্র বণিকের ছেলে উমর ফারুক। এর আগে তাঁর নাম ছিল রুকন চন্দ্র বণিক। বিয়ের পর এ সম্পর্ক মেনে নিতে পারেননি আবু বাক্কার। এরই জেরে ২০১৯ সালের ৩০ মে দুপুরে উমর ফারুককে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন আবু বাক্কার। এ ঘটনায় ওই দিনই শারমিন বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় সৎ বাবার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

পরে, ২০১৯ সালের ১২ জুলাই আদালতে চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা এসআই অজিত কুমার সরকার। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। এ সময় দণ্ডপ্রাপ্ত আবু বাক্কার আদালতে উপস্থিত ছিলেন।

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে