হোম > সারা দেশ > ঢাকা

ওয়ারীতে দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে যুবলীগ নেতার কবজি বিচ্ছিন্ন

ঢামেক প্রতিনিধি

রাজধানীর ওয়ারী গোপীবাগে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে আলমগীর হোসেন (৪৮) নামে এক যুবলীগ নেতার বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি ৩৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহসভাপতি। 

আজ শনিবার রাত ৮টার দিকে গোপীবাগ বাজার সংলগ্ন রাস্তায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত আলমগীর হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। 

আহত আলমগীর হোসেন জানান, তাঁর বাসা ওয়ারীর আর কে মিশন রোডে। এশার নামাজ পড়ার জন্য তিনি বাসা থেকে বের হয়ে পায়ে হেঁটে গোগীবাগ পাঁচানি পুকুর জামে মসজিদে যাচ্ছিলেন। পথে বাজারের বিপরীত পাশের রাস্তায় অন্ধকারের মধ্যে বসে থাকা দুই যুবক তাঁকে দেখেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। বাম হাত দিয়ে সেই আঘাত ফেরাতে গেলে তাঁর হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এর পরপরই তারা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। 

আলমগীর হোসেনকে হাসপাতালে নিয়ে আসা ভাগনে মো. হাবিব জানান, আলমগীর ওয়ারী থানা ৩৯ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি। রাত সোয়া ৮টার দিকে খবর পেয়ে আলমগীর হোসেনকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর বাম হাতের কবজি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া ডান পায়ের হাঁটুতেও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কারা তাঁকে এভাবে আঘাত করেছে তা জানাতে পারেননি তিনি। 

আহত আলমগীর হোসেনের শ্যালক মো. রাজন জানায়, তার দুলাভাই আলমগীর ওয়ারী ৩৯ নম্বর ওয়ার্ড সিনিয়র সহসভাপতি। দীর্ঘ দিন ধরে গোপীবাগ বাজার নিয়ন্ত্রণ করত আলমগীর। গত রোজার মধ্যে ইতালিপ্রবাসী নাসির উদ্দিন নাসিরের নির্দেশে বাজার নিয়ন্ত্রণ শুরু করে ক্যাডার মাইকেল, রসিদ, রহি, রানা, নিজাম, রিপন। আজকের ঘটনা নাসিরের নির্দেশেই হয়েছে। তার লোকজনই অন্ধকারে আগে থেকে ওত পেতে ছিল। অন্ধকার দেখে আলমগীর কাউকে চিনতে পারে নাই। তবে সিসি ক্যামেরার ফুটেজ দেখলে চিহ্নিত করা যাবে। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আলমগীরকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর অবস্থা গুরুতর। ঘটনাটি থানা-পুলিশকে জানানো হয়েছে।

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১