হোম > সারা দেশ > ঢাকা

বনভোজনে গিয়ে পার্কের সুইমিংপুলে ডুবে শিশুর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

ঢাকা কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে রাজাবাড়ি গার্ডেন পার্কের সুইমিংপুলের পানিতে ডুবে শাহাদত হোসেন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে একটি মাদ্রাসায় পড়াশুনা করতো। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষ অবস্থায় স্বজনেরা শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

মাদ্রাসা শিক্ষক মো. শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘শনিরআখরায় হলি কোরআন নামে একটি মাদ্রাসায় প্লে-গ্রুপে পড়তো শাহাদত। মাদ্রাসার পক্ষ থেকে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিয়ে একটি বনভোজনের আয়োজন করা হয়। আয়োজন ছিল কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর রাজাবাড়ি গার্ডেন পার্কে। সকাল থেকে ওই পার্কে ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ প্রায় দেড়শ জন উপস্থিত ছিলেন। বিভিন্ন প্রকারের খেলার উপকরণ ছাড়াও সুইমিংপুল ছিল। অনেকেই শিশুদের নিয়ে সুইমিংপুলে নেমেছিল।’

তিনি আরও বলেন, ‘শাহাদত নামের ও শিশুটিও সুইমিংপুলে নামে। তবে তার মা সাজিয়া রহমান পাড়েই ছিল। গোসল করার সময় একপর্যায়ে শিশু শাহাদত পানিতে তলিয়ে যায়। দেখতে পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।’

শিশু সাহাদতের মা সাজিয়া রহমান আজকের পত্রিকাকে বলেন, তাঁদের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। বর্তমানে কদমতলি পলাশপুর এলাকায় ভাড়া থাকেন। শিশুটির বাবা মারুফ হোসেনের বাবা ইতালী প্রবাসী। এক ভাই ও এক বোনের মধ্যে শাহাদত ছিল ছোট। শনিরআখরার ওই মাদ্রাসায় প্লে-গ্রুপে পড়তো শাহাদত।

তিনি আরও বলেন, মাদ্রাসা থেকে শিক্ষার্থীসহ অভিভাবকদের বনভোজনের আয়োজন ছিল আব্দুল্লাহপুরে একটি পার্কে। সেখানে সুইমিংপুলে গোসল করার সময় আমার ছেলে পানিতে তলিয়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কেরানীগঞ্জ থেকে মুমুর্ষ অবস্থায় ওই শিশুকে স্বজন ও শিক্ষকেরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিক্ষকেরা জানায় একটি পার্কের সুইমিংপুলের পানিতে ডুবে গিয়েছিল শিশুটি। মরদেহ মর্গে রাখা হয়েছে।

হাদিকে গুলি: আসামি গ্রেপ্তারের আশা ছেড়ে দিয়েছে পুলিশ

অফিস দখল নিয়ে জুলাই রেভেলসের দুজনকে জখম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক