হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে নিউমার্কেট এলাকায় র‍্যাব পরিচয়ে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার ৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর নিউমার্কেট এলাকায় র‍্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট থানা-পুলিশ। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, র‍্যাবের জ্যাকেট, হ্যান্ডকাফ, নগদ টাকাসহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন–আল আমিন হাওলাদার, ওমর ফারুক, ফারুক ব্যাপারী, শহিদুল ইসলাম শেখ, মানিক, জহিরুল ইসলাম জহির, আল-আমিন আহম্মেদ ও মো. বারেক।

ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর নিউমার্কেট এলাকায় র‍্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, র‍্যাবের জ্যাকেট, হ্যান্ডকাফ, হকিস্টিক, বেতের লাঠি, নগদ ৩০ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও কিছু প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়েছে।

নিউমার্কেট থানা সূত্রে জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি রাত ২টার দিকে ফারুক মিয়া নামে এক ব্যক্তি দুবাই থেকে ঢাকা বিমানবন্দরে পৌঁছান। তিনি সেখান থেকে একটি প্রাইভেটকারে বাসার দিকে আসেন। রাত ৩টার দিকে হাতিরপুল রোডে তাঁর বাসার অদূরে একটি কালো রঙের নোআহ গাড়ি তাঁর গাড়ির পথরোধ করে। পথরোধ করা গাড়ি থেকে র‍্যাবের পোশাক পরিহিত ৫-৬ জন লোক নেমে নিজেদের র‍্যাব সদস্য পরিচয় দিয়ে ফারুক মিয়াকে গাড়ি থেকে টেনে-হিঁচড়ে নামায় এবং তাঁর সঙ্গে থাকা মালামাল গাড়িতে তুলে নিয়ে চলে যায়।

আরও জানা যায়, তারা ফারুককে গাড়িতে করে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে ঘুরিয়ে শারীরিক নির্যাতন করে এবং ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তীতে ভোর সাড়ে ৪টার দিকে হাতিরঝিল এলাকায় ফারুককে গাড়ি থেকে নামিয়ে দেয়। এ ঘটনায় গত ১৮ ফেব্রুয়ারি ফারুক মিয়া নিউমার্কেট থানায় একটি মামলা করেন।

পুলিশ এ ঘটনায় দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করেছে বলে জানানো হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট