হোম > সারা দেশ > ঢাকা

বুয়েট আবাসিক ভবন থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার, আঘাতের চিহ্ন 

ঢামেক প্রতিবেদক

বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আবাসিক ভবন থেকে এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শেখ অলিউর রহমান (৫০)। আজ রোববার বেলা ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য রাতে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় চকবাজার থানা-পুলিশ। 

চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিল জানান, খবর পেয়ে বুয়েট মসজিদের পাশের ভবনের পাঁচতলা থেকে মরদেহ উদ্ধার করা হয়। তিনি বুয়েটের তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে রং মিস্ত্রির কাজ করতেন। পরিবার নিয়ে বুয়েট স্টাফ কোয়ার্টারে থাকতেন। কীভাবে তার মৃত্যু হয়েছে তা তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। 

মৃত অলিউর রহমানের ভাই রশিদ শেখ জানান, তাদের বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ঘনশ্যামপুর গ্রামে। বাবার নাম শেখ আবুল কালাম। স্ত্রী রানু আক্তার ও ২ ছেলেকে নিয়ে বুয়েটের আবাসিক ভবনের পাঁচ তলায় থাকতেন। আরেক ছেলে থাকেন কামরাঙ্গীরচরে। 

রশিদ শেখ জানান, তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। পারিবারিক বিভিন্ন কারণে স্ত্রী ও ছেলেরা তাকে মারধর করত। এ কারণেই তার মৃত্যু হতে পারে।

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে