হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে ৩০০ ফুট রেললাইন ক্ষতিগ্রস্ত, কখন ঠিক হবে অনিশ্চিত

গাজীপুরে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়ে দুর্ঘটনায় একজন নিহত ও সাতজন আহত হয়েছেন। শুধু তাই নয়, রেললাইনের ২০ ফুট কেটে ফেলার কারণে ট্রেনটি দুর্ঘটনাকবলিত হয়। তাতে ৩০০ ফুটের অধিক রেললাইন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রেললাইনের স্লিপার ও লোহার পাত দুমড়ে-মুচড়ে গেছে। 

লাইনচ্যুত বগিগুলো উদ্ধারসহ লাইন সংস্কারের কাজ শুরু হলেও সেটি কখন শেষ হবে সে বিষয়ে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. কামরুল আহসান। 

এ ঘটনা তদন্তে পৃথক তিনটি কমিটি গঠন করা হয়েছে। এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে বিকল্প পথে ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে নিহতের পরিবারকে রেলওয়ের পক্ষ থেকে ১ লাখ টাকা সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি। 

দুর্ঘটনার খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে এসব কথা জানান রেলওয়ে মহাপরিচালক কামরুল হাসান। তিনি বলেন, বিকল্প পথে ভৈরব হয়ে অন্যান্য রেল সড়কের সব ট্রেন স্বাভাবিকভাবে চলাচল করছে। রেললাইন সংস্কার করতে ঠিক কত সময় লাগবে, তা সঠিকভাবে বলা যাচ্ছে না। 

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে এটি নাশকতার ঘটনা বলে মনে হচ্ছে। এ ঘটনা তদন্তে পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি এবং রেলওয়ে অনুসন্ধান বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী সৌমিক শাওন কবিরের নেতৃত্বে সাত সদস্য এবং রেলওয়ে মন্ত্রণালয়ের অধীনে একটিসহ পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

ডিজি মো. কামরুল আহসান বলেন, দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিনটি লাইনচ্যুত হয়ে পাশের নিচু জমিতে পড়ে যায়। এতে ট্রেনের লোকোমাস্টার এমদাদুল হক ও সহকারী লোকোমাস্টার সজীব মিয়া গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় এক মুরগি ব্যবসায়ী আসলাম হোসেন নিহত হয়েছেন। এতে সাত ট্রেনযাত্রী আহত হয়েছেন। 

উল্লেখ্য, আজ বুধবার ভোর ৪টার দিকে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের বনখড়িয়া গ্রামের ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়ে ওই দুর্ঘটনা ঘটে।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি