হোম > সারা দেশ > ঢাকা

বিচারপতি সিনহার বিরুদ্ধে মিথ্যা মামলা : নাজমুল হুদার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আবারও পেছাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) বিরুদ্ধে মিথ্যা মামলা করার অভিযোগে ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে করা মামলার সাক্ষ্য গ্রহণ আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক শেখ হাফিজুর রহমান তারিখ পিছিয়ে ৩০ অক্টোবর দিন ধার্য করেছেন। 

আজ সোমবার এই মামলার সাক্ষী ও বাদী দুর্নীতি দমন কমিশনের পরিচালক ইকবাল হোসেনকে জেরা করার জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলা বাতিলের জন্য নাজমুল হুদার আবেদনের ওপর শুনানি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মুলতবি থাকা ও নাজমুল হুদা অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে না পারায় সাক্ষ্য গ্রহণ হয়নি। একই কারণে গত ২৮ জুন ও ১১ আগস্ট সাক্ষ্য গ্রহণ পিছিয়ে দেওয়া হয়। 

ইকবাল হোসেন এই মামলার বাদী। তাঁর জবানবন্দি গত ৯ জুন গ্রহণ করা হয়। নাজমুল হুদার পক্ষে আইনজীবী আংশিক জেরা করেন। 

এর আগে গত ৬ এপ্রিল নাজমুল হুদার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তারও আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাল্টা মামলায় সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদকের পরিচালক মো. বেনজীর আহম্মেদ। গত বছর ২৪ নভেম্বর মামলাটি বিচারের জন্য বিশেষ জজ আদালতে স্থানান্তর করা হয়। 

তত্ত্বাবধায়ক সরকারের আমলে নিজের বিরুদ্ধে নিষ্পত্তি হওয়া একটি মামলার রায় বদলে দেওয়া হয়েছে ও উৎকোচ চাওয়া হয়েছে এস কে সিনহার বিরুদ্ধে এমন অভিযোগ করে ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর শাহবাগ থানায় মামলা করেন নাজমুল হুদা। 

মামলার এজাহারে সে সময় নাজমুল হুদা দাবি করেন, উচ্চ আদালতে ডিসমিস করার পরও প্ররোচিত হয়ে মামলাটির রায় পরিবর্তন করা হয়। মামলাটি ডিসমিস করতে ২ কোটি টাকা এবং আরও ব্যাংক গ্যারান্টির অর্ধেক অর্থাৎ ১ কোটি ২৫ লাখ টাকা উৎকোচ দাবি করেন সিনহা। তবে দেড় বছরের তদন্তে নাজমুল হুদার এ অভিযোগের কোনো প্রমাণ পায়নি দুদক। 

মিথ্যা অভিযোগ করায় গত বছরের ২০ ফেব্রুয়ারি নাজমুল হুদার বিরুদ্ধে পাল্টা মামলা করেন দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। আরেক পরিচালক মো. বেনজীর আহম্মেদকে এ মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। 

দুদক আইনের ২৮-এর ২ ধারায় বলা হয়েছে, কেউ যদি মিথ্যা তথ্য দিয়ে অভিযোগ দায়ের করেন আর সেটি যদি তদন্তে বেরিয়ে আসে, তাহলে অভিযোগ দায়েরকারীর বিরুদ্ধে মামলা করা যাবে। এই মামলাটি নাজমুল হুদার বিরুদ্ধে তেমন একটি মামলা। 

 

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১