হোম > সারা দেশ > ঢাকা

হামলা-মামলা করে জনস্রোত ঠেকানো যাবে না: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বরিশালে গণসমাবেশ বানচাল করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিএনপির গাড়িবহরে হামলা করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নেতা কর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে রাজধানীতে করা এক বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি। 

আজ শনিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল হয়ে আবারও নয়াপল্টনে এসে মিছিলটি শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন রুহুল কবির রিজভী। 

রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপির গাড়িবহরে হামলা করেছে। বিএনপির সমাবেশ বানচাল করতে এ হামলা করা হয়েছে। নানা কর্মকাণ্ড করে তারা জনগণের স্রোত ঠেকাতে না পেরে এখন সন্ত্রাসীর পথ বেছে নিয়েছে।’ 

সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘হামলা-মামলা করে বিএনপি তথা জনস্রোত ঠেকানো যাবে না। সব বাধা জয় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে দেশবাসী ঐক্যবদ্ধ। এ সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র।’ 

বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, তরিকুল ইসলাম তেনজিং, আব্দুর রহিম, যুবদল নেতা গোলাম মাওলা শাহীন, এনামুল হক, মেহেবুব মাসুম শান্ত, স্বেচ্ছাসেবক দলের নেতা নাজমুল আহসান, শফিউদ্দিন উদ্দিন সেন্টুসহ আরও অনেকে অংশ নেন।

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫