হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা রিজেন্সির ছাদের রেস্তোরাঁ গুঁড়িয়ে দিল রাজউক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার খিলক্ষেতের ঢাকা রিজেন্সি হোটেলের ছাদের রেস্তোরাঁ গুঁড়িয়ে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। প্রতিষ্ঠানটি নকশাবহির্ভূত ও অবৈধভাবে ভবনটির ছাদে রেস্তোরাঁ পরিচালনা করে আসছিল বলে রাজউক কর্মকর্তারা দাবি করেছেন। 

আজ রোববার বিকেলে রাজধানীর খিলক্ষেত ও আশপাশের এলাকায় রাজউক এ অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় ঢাকা রিজেন্সি হোটেলেও অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানের নেতৃত্বে দেন রাজউকের অথরাইজড অফিসার মো. হাসানুজ্জামান। তাঁরা মূলত হোটেলের ছাদে থাকা একটি রেস্তোরাঁয় রান্নাঘরসহ অন্য স্থাপনা গুঁড়িয়ে দেন। 

রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) আব্দুল আহাদ আজকের পত্রিকাকে বলেন, ‘নকশার সঙ্গে ভবনের ব্যবহারের মিল না থাকায় আমরা সেখানে অভিযান পরিচালনা করেছি।’ 

অভিযান শেষে কর্মকর্তারা জানান, অনুমোদন ছাড়াই চলছিল রিজেন্সির ছাদের রেস্তোরাঁ। সেখানে কিচেন, পার্টি আয়োজন ও ক্রেতাদের বসার ব্যবস্থা ছিল। তবে এসবের কোনো অনুমোদন ছিল না। এ কারণে তাদের ছাদের রেস্তোরাঁ ভেঙে দেওয়া হয়েছে। এ ছাড়া পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। রিজেন্সিকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে দেখা করারও নির্দেশ দেওয়া হয়েছে। 

অভিযানের সময় রিজেন্সির কর্মীরা সাংবাদিকদের ওপর চড়াও হন। পরে রাজউক প্রতিনিধিদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। 

হোটেল রিজেন্সি ছাড়াও হোয়াইট হল, খাজানা ও মেইনল্যান্ড রেস্টুরেন্টকেও জরিমানা করা হয়। তাদেরও ব্যবসা পরিচালনাসহ অন্যান্য কাগজ নিয়ে ১৫ দিনের মধ্যে রাজউক কর্তৃপক্ষের সঙ্গে দেখা করারও নির্দেশ দেওয়া হয়।

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার