তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য রাষ্ট্রীয়ভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সেই সঙ্গে তাঁদের জন্য মাসিক ভাতা, পৃথক শিক্ষাপ্রতিষ্ঠান ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে বলা হয়েছে নোটিশে।
আজ বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান এ নোটিশ দেন। ৩০ দিন সময় দিয়ে সমাজকল্যাণ সচিব, অর্থ সচিব, শিক্ষাসচিব ও আইন সচিব বরাবর নোটিশটি পাঠানো হয়।
এতে বলা হয়েছে, সংবিধানের ২৮ (৪) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের যেকোনো অনগ্রসর জনগোষ্ঠীর জন্য সরকার বিশেষ বিধান প্রণয়ন করতে পারবে। সমাজকল্যাণ মন্ত্রণালয় ২০১৩ সালে হিজড়াদের উন্নয়নে নীতিমালা করেছে। কিন্তু সেটা কাগজে কলমে সীমাবদ্ধ। এ কারণে হিজড়া জনগোষ্ঠী মানবেতর জীবনযাপন করছে। বেঁচে থাকার জন্য তারা মানুষের কাছে হাত পাততে বাধ্য হচ্ছে। এই বিষয়ে পদক্ষেপ না নিলে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।