হোম > সারা দেশ > ঢাকা

টিএসসিতে যুদ্ধাপরাধীদের ছবি প্রদর্শনীর প্রতিবাদে ‘হাঙর নদী গ্রেনেড’ প্রদর্শন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ বুধবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে টিএসসির পায়রা চত্বরে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘হাঙর নদী গ্রেনেড’ প্রদর্শন করে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) যুদ্ধাপরাধীদের ছবি প্রদর্শনীর প্রতিবাদে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘হাঙর নদী গ্রেনেড’ প্রদর্শন করা হয়েছে। আজ বুধবার (৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে টিএসসির পায়রা চত্বরে চলচ্চিত্রটি প্রদর্শন করে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।

১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত চাষী নজরুল ইসলাম পরিচালিত এই চলচ্চিত্র মুক্তিযুদ্ধের ভয়াবহতা ও সংগ্রামের ইতিহাস ফুটিয়ে তোলে।

আজ ৬ আগস্ট (বুধবার) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে টিএসসির পায়রা চত্বরে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘হাঙর নদী গ্রেনেড’ প্রদর্শন করে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। ছবি: সংগৃহীত

চলচ্চিত্র প্রদর্শনী দেখতে শতাধিক দর্শক টিএসসির খোলা আকাশের নিচে জড়ো হন। মুক্তিযুদ্ধের ত্যাগ, আতঙ্ক ও মানবিক বিপর্যয়ের চিত্র তুলে ধরায় উপস্থিত দর্শকেরা গভীর আবেগে নিমগ্ন ছিলেন।

আয়োজকেরা জানান, স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছর পরও মুক্তিযুদ্ধের স্মৃতি, বেদনা ও গৌরবকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন। তাঁরা আরও বলেন, বাংলার মুক্তিসংগ্রামের বিপক্ষে অবস্থানকারীরা আজও মানুষের মনে অবাঞ্ছিত, তাই ইতিহাস জানাতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

গতকাল মঙ্গলবার টিএসসিতে ইসলামী ছাত্রশিবিরের চিহ্নিত যুদ্ধাপরাধীদের ছবি প্রদর্শনীর প্রতিবাদে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। এর প্রতিবাদে ছাত্রদল, ছাত্র ইউনিয়নসহ একাধিক ছাত্রসংগঠন প্রতিবাদ ও নিন্দা জানায়।

টিএসসিভিত্তিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোও বিভিন্নভাবে এর প্রতিবাদ জানিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ইউনিয়ন, সাংস্কৃতিক সংসদ, ব্যান্ড সোসাইটিসহ একাধিক সংগঠন রাজাকারদের ছবি প্রদর্শনের প্রতিবাদে নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে।

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ দ্বিতীয় দিনে, তীব্র যানজটে ভোগান্তি

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি