হোম > সারা দেশ > ঢাকা

আশঙ্কা করছি, আরও নির্যাতন করা হতে পারে: নাহিদের মা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলামের খবর জানতে আজ রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা কার্যালয়ে (ডিবি) যেতে চেয়েছিলেন তাঁর মা ও স্বজনেরা। তবে তাঁরা মিন্টো রোডের এই অফিসের ফটকের সামনেও যেতে পারেননি বলে জানিয়েছেন। 

নাহিদ ইসলামের মা মমতাজ নাহার সাংবাদিকদের বলেন, ‘আমার ছেলেকে চিকিৎসাধীন অবস্থায় গণস্বাস্থ্য হাসপাতাল থেকে তুলে আনা হয়েছে। তাঁকে জামাকাপড় পরারও সুযোগ দেয়নি। আমাদের কিছু জানানো হয়নি। নাহিদের স্ত্রী এই ঘটনায় অসুস্থ হয়ে পড়েন। এর আগেও একবার নাহিদকে তুলে নেওয়া হয়। তখন নির্যাতন করা হয়েছে, সেই দাগ শরীরে রয়েছে। আমরা আশঙ্কা করছি, তাঁকে আরও নির্যাতন করা হতে পারে।’ 

তিনি বলেন, ‘আমার ছেলে আমার কাছে নিরাপদ, তাঁকে ডিবি হেফাজতে রেখে নিরাপত্তা দিতে হবে না। তাঁর চিকিৎসা ও ওষুধ প্রয়োজন, সেটিও দেওয়া হচ্ছে না।’ 

এ সময় নাহিদের ফুফু ও খালাও সঙ্গে ছিলেন। নাহিদের ফুফু সাংবাদিকদের বলেন, একজন মানুষ তাঁর পরিবারের কাছেই বেশি নিরাপদ, কিন্তু তাঁকে পরিবারের কারও সঙ্গে দেখা করতে দিচ্ছে না। 

নাহিদের পরিবার ছাড়াও ডিবি কার্যালয়ে এসেছিলেন ডাকসুর সাবেক সমাজসেবাবিষয়ক সম্পাদক আখতার হোসেনের স্ত্রী সানজিদা আখতার। তিনি সাংবাদিকদের বলেন, `১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকা থেকে আখতার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। তাঁকে নির্যাতন করা হয়েছিল। আমরা কারাগারে এখনো তাঁর সঙ্গে দেখা করতে পারিনি। আমরা আজকে এখানে এসেছি কারণ যাঁদের ডিবি কার্যালয় আনা হয়েছে, সেই সব ভিকটিম পরিবারের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করতে। আটকদের যাতে আর হয়রানি না করা হয়, তাঁদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।’ 

ডিবি কার্যালয় নাহিদ ইসলামসহ সমন্বয়কদের সাতজন রয়েছে বলে জানা গেছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ আজ রোববার দুপুরে সাংবাদিকদের বলেন, ডিবি হেফাজতে তাঁরা ভালো আছেন, তাঁদের পরিবারের দুশ্চিন্তা করতে হবে না।

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার