হোম > সারা দেশ > টাঙ্গাইল

নাগরপুরে ইজিবাইক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের নাগরপুরে ব্যাটারিচালিত ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঝর্ণা (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও একজন। আজ শনিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের শিব কাঠুরী গ্রামের পাশে টাঙ্গাইল আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

মৃত শিশু ঝর্ণা দেলদুয়ার উপজেলার শানপাড়া গ্রামের মো. আব্বাস আলীর মেয়ে। আহত আল-আমিন (২৪) কালীহাতি উপজেলার হাসান মোল্লার ছেলে। 

স্থানীয়রা জানান, মৃত ঝর্ণা তার মায়ের সঙ্গে পার্শ্ববর্তী উপজেলা দৌলতপুর থেকে অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে টাঙ্গাইল-আরিচা মহাসড়কের শিব কাঠুরি এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে শিশু ঝর্ণা গুরুতর আহত হলে এলাকাবাসী তাকে উদ্ধার করে নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ঝর্ণার ফুফা মো. আল-আমিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নেন। 
 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাহেদ আল ইমরান বলেন, বিকেল ৫টার দিকে সড়ক দুর্ঘটনায় শিশু ঝর্ণাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পথিমধ্যে তার মৃত্যু হয়।

নাগরপুর থানার এসআই মো. মনোয়ার হোসেন বলেন, ‘সড়ক দুর্ঘটনায় ঝর্ণা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে