হোম > সারা দেশ > নরসিংদী

তুলে নেওয়া ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি, বিস্ফোরক মামলায় গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। নাহিদের বিরুদ্ধে এই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। 

আজ শুক্রবার নাহিদকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার। নাহিদ নরসিংদী সদর উপজেলার নাগরিয়াকান্দি এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে। 

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া আজ শুক্রবার জানান, নাহিদের বিরুদ্ধে বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।  

গতকাল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে নাহিদকে তুলে নেওয়ার অভিযোগ তোলে বিএনপি। তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাঁকে গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করা হয়নি। 

ওসি খোকন চন্দ্র সরকার জানান, নাহিদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১২টায় নরসিংদীর চিনিশপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বাসার বাথরুমের ফলস ছাদ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। 

ওসি আরও জানান, নাহিদের নামে হত্যা মামলাসহ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাঁকে নরসিংদী সদর মডেল থানার গত ২৬ মে দায়েরকৃত বিস্ফোরণ উপাদানাবলীর মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বিদেশি পিস্তল ও গুলি উদ্ধারের ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

অভ্যন্তরীণ কোন্দলের জেরে গত ২৫ মে নরসিংদীর জেলখানা মোড়ে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমান ও আশরাফুলকে গুলি করে হত্যা মামলার আসামিও নাহিদ। ওই ঘটনার পর থেকে নাহিদ পলাতক ছিলেন। এর আগে র‍্যাবের হাতে আগ্নেয়াস্ত্রসহ আটক হন নাহিদ। 

নাহিদের পরিবারের সদস্যরা জানান, নাহিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক আইনসহ ৩০টিরও বেশি মামলা রয়েছে। রাজনৈতিকভাবে হয়রানি করতেই তাঁর বিরুদ্ধে এসব মামলা করা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট