হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে মধ্যরাতে মহড়া: এবার যুবলীগ নেতাসহ ১২ জনকে আসামি করে পাল্টা মামলা

গাজীপুরের শ্রীপুরে মধ্যরাতে আগ্নেয়াস্ত্রের মহড়া ও ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে গাড়ি ভাঙচুরের ঘটনায় এবার পাল্টা মামলা করেছেন জেলা ছাত্রলীগের সম্পাদক নাসির মোড়লের মা নার্গিস আক্তার। মামলায় ভুক্তভোগী যুবলীগ নেতা আজিজুর রহমান জন ও তার বড় ভাই ব্যবসায়ী ইমরান হাসান ডনসহ ১২ জনকে আসামি করা হয়েছে। গতকাল রোববার রাতে শ্রীপুর মডেল থানায় মামলাটি করা হয়।

একই ঘটনায় ১ সেপ্টেম্বর যুবলীগের ওই নেতার মা রেখা রহমান বাদী হয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১২ নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুতবিচার আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর এ পর্যন্ত ছাত্রলীগের চারজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

মামলার আসামিরা হলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নাসির মোড়ল (২৮), ছাত্রলীগ কর্মী সিহাব হোসেন (২৪), শ্রীপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হৃদয় শেখ (২৪), নয়ন (২৪), ইব্রাহিম খলিল (২৪), আনোয়ার হোসেন (২৮), মো. রুমান (২৪), শাকিল (২৮), সুজন (২৫), তাজারুল ইসলাম, (২৬), সুজন (২৬) ও সিদ্দিকুর রহমান (২৪)। তাঁদের মধ্যে আটক দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁরা হলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হৃদয় শেখ ও জেলা ছাত্রলীগ কর্মী সিহাব হোসেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, ১ সেপ্টেম্বর ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ছাত্র সমাবেশে যাওয়ার প্রস্তুতি হিসেবে বাস ভাড়া করার উদ্দেশ্যে বাদীর কাছ থেকে আমার ছেলে (ছাত্রলীগ নেতা) নাসির মোড়ল নগদ পাঁচ লাখ টাকা নিয়ে যায়। যুবলীগ নেতা আজিজুর রহমান জন ছাত্রলীগ নেতা নাসির মোড়লের গাড়ি ভাঙচুর করে গাড়ি থেকে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে যুবলীগ নেতা আজিজুর রহমান জন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার কার সেন্টারে ছাত্রলীগ নেতা নাসির মোড়লের নির্দেশে হামলা করা হয়েছে—এ ঘটনায় দ্রুতবিচার আইনে মামলার পর চারজন গ্রেপ্তার হয়েছে। ছাত্রলীগ নেতা নাসির মোড়ল তার দোষ আড়াল করতে এই কাউন্টার মামলা দায়ের করেছে, যা অত্যন্ত দুঃখজনক।’

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১