হোম > সারা দেশ > ঢাকা

ঈদযাত্রায় ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে গ্যারেজে অভিযান

নিজস্ব প্রতিবেদক

ছবি: আজকের পত্রিকা

আসন্ন ঈদে সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন ও লক্কড়-ঝক্কর বাস চলাচল রোধে যৌথ অভিযান শুরু হয়েছে। গাবতলী বাস টার্মিনাল থেকে আমিনবাজার ও বেড়িবাঁধ পর্যন্ত বিভিন্ন গ্যারেজ ও গাড়ির বডি তৈরির প্রতিষ্ঠানে অভিযান চালাচ্ছে বিআরটিএ ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

আজ শনিবার সকাল সাড়ে ১১টা থেকে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। অভিযানে অংশ নেন মিরপুর ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রাহাত গাওহারীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ছবি: আজকের পত্রিকা

বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, ঈদ উপলক্ষে বিপুলসংখ্যক মানুষ ঢাকা ছাড়বেন এবং পরে ফিরে আসবেন। এ সময় যাতে ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামতে না পারে, সে জন্য আমরা গ্যারেজ ও ওয়ার্কশপে সচেতনতামূলক মোবাইল কোর্ট পরিচালনা করছি। এসব গাড়ি রাস্তায় চলাচল করলে দুর্ঘটনা ও যানজট সৃষ্টি হয়। তাই ওয়ার্কশপগুলোতে অভিযান চালিয়ে তাদের সতর্ক করা হচ্ছে। পাশাপাশি, গাড়ির ফিটনেস যাচাই করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ছবি: আজকের পত্রিকা

সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে কী ব্যবস্থা নেওয়া হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সড়ক পরিবহন আইনে এসব গাড়ির বিরুদ্ধে জেল–জরিমানার ব্যবস্থা রয়েছে। যেসব গাড়ির ফিটনেস নেই, সেগুলো শনাক্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযানের অংশ হিসেবে ওয়ার্কশপগুলোতে থাকা গাড়িগুলোর নম্বর প্লেট পরীক্ষা করা হচ্ছে। যেসব গাড়ির ফিটনেস আছে, সেগুলো নিয়ে আপত্তি নেই। তবে মেয়াদোত্তীর্ণ ও অনুপযুক্ত গাড়িগুলো ঈদের আগে রাস্তায় নামতে পারবে না।

ঢাকা-১৯ আসন: বিভক্ত জামায়াত, সুযোগ বিএনপির

কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি

মুছাব্বির হত্যা: পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়ে ম্যাজিস্ট্রেটের খাস কামরায় অস্বীকার, কারাগারে বিল্লাল

রাজধানীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে