হোম > সারা দেশ > ঢাকা

ঈদযাত্রায় ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে গ্যারেজে অভিযান

নিজস্ব প্রতিবেদক

ছবি: আজকের পত্রিকা

আসন্ন ঈদে সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন ও লক্কড়-ঝক্কর বাস চলাচল রোধে যৌথ অভিযান শুরু হয়েছে। গাবতলী বাস টার্মিনাল থেকে আমিনবাজার ও বেড়িবাঁধ পর্যন্ত বিভিন্ন গ্যারেজ ও গাড়ির বডি তৈরির প্রতিষ্ঠানে অভিযান চালাচ্ছে বিআরটিএ ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

আজ শনিবার সকাল সাড়ে ১১টা থেকে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। অভিযানে অংশ নেন মিরপুর ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রাহাত গাওহারীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ছবি: আজকের পত্রিকা

বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, ঈদ উপলক্ষে বিপুলসংখ্যক মানুষ ঢাকা ছাড়বেন এবং পরে ফিরে আসবেন। এ সময় যাতে ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামতে না পারে, সে জন্য আমরা গ্যারেজ ও ওয়ার্কশপে সচেতনতামূলক মোবাইল কোর্ট পরিচালনা করছি। এসব গাড়ি রাস্তায় চলাচল করলে দুর্ঘটনা ও যানজট সৃষ্টি হয়। তাই ওয়ার্কশপগুলোতে অভিযান চালিয়ে তাদের সতর্ক করা হচ্ছে। পাশাপাশি, গাড়ির ফিটনেস যাচাই করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ছবি: আজকের পত্রিকা

সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে কী ব্যবস্থা নেওয়া হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সড়ক পরিবহন আইনে এসব গাড়ির বিরুদ্ধে জেল–জরিমানার ব্যবস্থা রয়েছে। যেসব গাড়ির ফিটনেস নেই, সেগুলো শনাক্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযানের অংশ হিসেবে ওয়ার্কশপগুলোতে থাকা গাড়িগুলোর নম্বর প্লেট পরীক্ষা করা হচ্ছে। যেসব গাড়ির ফিটনেস আছে, সেগুলো নিয়ে আপত্তি নেই। তবে মেয়াদোত্তীর্ণ ও অনুপযুক্ত গাড়িগুলো ঈদের আগে রাস্তায় নামতে পারবে না।

রাজধানীর বসুন্ধরায় মোটরসাইকেলে প্রাইভেটকারের ধাক্কা, মারধরে আইনজীবীর মৃত্যু

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন