রাজধানীর বিমানবন্দর থেকে রেলওয়ের টিকিট কালোবাজারির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১। গ্রেপ্তাররা হলেন—উত্তম চন্দ্র দাস (৩০) ও আকাশ মিয়া (২০)।
আজ শনিবার সন্ধ্যায় র্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা জানান, বিমানবন্দর রেলস্টেশনের পাশ থেকে তাঁদেরকে তিনটি কালোবাজারির টিকিটসহ গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।
পারভেজ রানা বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি, বিমানবন্দর রেলওয়ে স্টেশনের আশপাশ এলাকায় যাত্রীদের ট্রেনে গমনাগমনের টিকিট কতিপয় লোকজন অবৈধভাবে টিকিট কাউন্টার ব্যতীত নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে কালোবাজারির মাধ্যমে বিক্রয় করছে। পরে অভিযান চালিয়ে টিকিট কালোবাজারি চক্রের দুই সদস্যকে তিনটি টিকিট ও দুটি মোবাইলসহ গ্রেপ্তার করা হয়েছে।’