হোম > সারা দেশ > ঢাকা

ঈদের পরদিনও ঘরমুখী মানুষের ভিড় কমলাপুর রেলস্টেশনে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদের আগে টিকিট না পাওয়া, সড়কে যানজট আর ভোগান্তিতে পড়তে হবে বলে যাঁরা ঢাকা ছাড়তে পারেননি, তাঁদের অনেকে ভিড় করছেন কমলাপুর রেলওয়ে স্টেশনে। আজ শুক্রবার রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, প্ল্যাটফর্মে দাঁড়ানো ট্রেনগুলোতে ট্রেনের সব সিট যাত্রীতে পরিপূর্ণ। এর সঙ্গে আছে  স্ট্যান্ডিং টিকিটের যাত্রীও।

কমলাপুর রেলওয়ে স্টেশনের তথ্য বলছে, মোট আসনের ২৫ ভাগ আসনবিহীন টিকিট বা স্ট্যান্ডিং বিক্রি করা হচ্ছে কমলাপুর কাউন্টার থেকে। যাত্রীরা স্টেশনের মূল ফটক থেকেও আসনবিহীন টিকিট কাটতে পারছেন।

ঢাকা রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার জানান, ট্রেনগুলো ঈদের দিন ছুটিতে থাকায় কোনো শিডিউল জট নেই। আজ যাঁরা বাড়ি যাচ্ছেন তাঁরা ২০ তারিখ ট্রেনের টিকিট কেটেছেন। ঈদের দ্বিতীয় দিন বিধায় টিকিট প্রাপ্তি অন্য সময়ের চেয়ে একটু সহজ ছিল।

জয়ন্তিকা এক্সপ্রেসের এক যাত্রী বলেন, ‘ঈদের দিন ঢাকায় কাটালাম। আজ বাড়ি যাচ্ছি। ঈদের পরে জ্যামও কম থাকবে, ভোগান্তি কম হবে।’

মোহাম্মাদ শাহেদ নামে এক যাত্রী বলেন, ‘ঈদের আগের দিন বাসে যেতে চেয়েছিলাম বগুড়ায়। কিন্তু রাস্তায় হঠাৎ করে জ্যাম হলে আর বের হইনি। এখন স্ট্যান্ডিং টিকিট কেটে যাচ্ছি। খুব বেশি ভিড় হবে না, স্বস্তিতে যেতে পারব।’

আগামীকাল থেকে শুরু হবে ট্রেনের ফিরতি যাত্রা। এর আগে ২১ জুন ১ জুলাইয়ের টিকিট অনলাইনে বিক্রি হয়েছে। ২২ জুন পাওয়া গেছে ২ জুলাইয়ের টিকিট। এভাবে পর্যায়ক্রমে ২৩, ২৪, ২৫ ও ২৬ জুন বিক্রি হয়েছে ৩, ৪, ৫ ও ৬ জুলাইয়ের ফিরতি টিকিট।

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫