হোম > সারা দেশ > ঢাকা

ঈদের পরদিনও ঘরমুখী মানুষের ভিড় কমলাপুর রেলস্টেশনে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদের আগে টিকিট না পাওয়া, সড়কে যানজট আর ভোগান্তিতে পড়তে হবে বলে যাঁরা ঢাকা ছাড়তে পারেননি, তাঁদের অনেকে ভিড় করছেন কমলাপুর রেলওয়ে স্টেশনে। আজ শুক্রবার রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, প্ল্যাটফর্মে দাঁড়ানো ট্রেনগুলোতে ট্রেনের সব সিট যাত্রীতে পরিপূর্ণ। এর সঙ্গে আছে  স্ট্যান্ডিং টিকিটের যাত্রীও।

কমলাপুর রেলওয়ে স্টেশনের তথ্য বলছে, মোট আসনের ২৫ ভাগ আসনবিহীন টিকিট বা স্ট্যান্ডিং বিক্রি করা হচ্ছে কমলাপুর কাউন্টার থেকে। যাত্রীরা স্টেশনের মূল ফটক থেকেও আসনবিহীন টিকিট কাটতে পারছেন।

ঢাকা রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার জানান, ট্রেনগুলো ঈদের দিন ছুটিতে থাকায় কোনো শিডিউল জট নেই। আজ যাঁরা বাড়ি যাচ্ছেন তাঁরা ২০ তারিখ ট্রেনের টিকিট কেটেছেন। ঈদের দ্বিতীয় দিন বিধায় টিকিট প্রাপ্তি অন্য সময়ের চেয়ে একটু সহজ ছিল।

জয়ন্তিকা এক্সপ্রেসের এক যাত্রী বলেন, ‘ঈদের দিন ঢাকায় কাটালাম। আজ বাড়ি যাচ্ছি। ঈদের পরে জ্যামও কম থাকবে, ভোগান্তি কম হবে।’

মোহাম্মাদ শাহেদ নামে এক যাত্রী বলেন, ‘ঈদের আগের দিন বাসে যেতে চেয়েছিলাম বগুড়ায়। কিন্তু রাস্তায় হঠাৎ করে জ্যাম হলে আর বের হইনি। এখন স্ট্যান্ডিং টিকিট কেটে যাচ্ছি। খুব বেশি ভিড় হবে না, স্বস্তিতে যেতে পারব।’

আগামীকাল থেকে শুরু হবে ট্রেনের ফিরতি যাত্রা। এর আগে ২১ জুন ১ জুলাইয়ের টিকিট অনলাইনে বিক্রি হয়েছে। ২২ জুন পাওয়া গেছে ২ জুলাইয়ের টিকিট। এভাবে পর্যায়ক্রমে ২৩, ২৪, ২৫ ও ২৬ জুন বিক্রি হয়েছে ৩, ৪, ৫ ও ৬ জুলাইয়ের ফিরতি টিকিট।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন