হোম > সারা দেশ > ঢাকা

প্রথম আলোর নিবন্ধন বাতিলের দাবি স্বাধীনতা–সচেতন নাগরিক সমাজের

ঢাবি প্রতিনিধি

রাজধানীর শহীদ মিনারে প্রথম আলোর নিবন্ধন বাতিলের দাবিতে স্বাধীনতা–সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন থেকে প্রথম আলোর নিবন্ধন বাতিলের দাবি তোলা হয়। 

মানববন্ধনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান, পীযূষ বন্দ্যোপাধ্যায়, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি নিজামুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক জিনাত হুদা, ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এম অহিদুজ্জামান, মনোরঞ্জন ঘোষাল, প্রথম আলোর বিরুদ্ধে মামলা দায়েরকারী মশিউর মালেক প্রমুখ বক্তব্য রাখেন। 

অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ অভাবনীয় উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত। উন্নত দেশগুলোতে বাংলাদেশের নাম উন্নয়নের রোল মডেল হিসেবে বারবার উচ্চারিত হয়। একই সঙ্গে একটি নির্বাচিত সরকারের নির্ধারিত মেয়াদ শেষ হয়ে নির্বাচন এগিয়ে আসছে। এ সময়ে নানা অপকৌশল শুরু হয়েছে। এদের বিরুদ্ধে সোচ্চার হওয়া সাংস্কৃতিক অঙ্গনের মৌলিক দায়িত্ব। একটি বিশেষ পটভূমির উদ্দেশ্যে আমাদের স্বাধীনতাকে কটাক্ষ করা হয়েছে। যে সকল পত্রিকা এ সকল অপকর্মে যুক্ত আছে তাঁদের বিরুদ্ধে সকলের সম্মিলিত সোচ্চার হওয়াই সময়ের দাবি। মহান স্বাধীনতার মর্যাদা সমুন্নত রাখতে আমাদের এ ধরনের প্রয়াস অব্যাহত থাকবে।’ এক–এগারোর কুশীলবরা স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র করতে সচেতনভাবে প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেন তিনি। 

পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘স্বাধীনতাকে কলুষিত করতে, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে কোনো না কোনো সময়, কোনো না কোনো রূপে ষড়যন্ত্রকারীরা সচেতন থেকেছে, বঙ্গবন্ধুর জীবিত অবস্থায় আমরা দেখেছি উত্তরবঙ্গের বাসন্তীকাকে জাল পরিয়ে মিথ্যা প্রচার করছিল তৎকালীন সময়ের একটা বহুল প্রচারিত দৈনিক, ঠিক একইভাবে স্বাধীনতা দিবসের দিনে একটি বহুল প্রচারিত পত্রিকার অনলাইন একজন অর্বাচীন সাংবাদিক, বিপথগামী ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী সাংবাদিক একটি শিশুকে নিয়ে যে ষড়যন্ত্রের জাল বুনলো আমি একজন সংবাদ কর্মী ও সাংবাদিকতার ছাত্র হিসেবে বলছি—এসব হঠাৎ করে হয়নি, একজন মফস্বল সংবাদ দাতা সংবাদ পাঠিয়ে দিল আর সেটি ফলাও করে প্রচার করে দিল, এটা কোনো থিওরিতে পড়ে না।’ স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে সুপরিকল্পিতভাবে এটি করা হয়েছে—বলে মন্তব্য করেন তিনি। 

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন—চিত্রনায়ক রিয়াজ, চিত্রশিল্পী মনিরুজ্জামান, সংগীতশিল্পী শুভ্র দেব, অভিনয় শিল্পী আহসানুল হক মিনু, শাহেদ শরীফ খান, তানভীন সুইটি, ঊর্মিলা শ্রাবন্তী কর, আনজাম মাসুদ, শামীমা তুষ্টি প্রমুখ।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু