হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে পুলিশি বাধায় বিএনপির ইফতার পণ্ড

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরে টঙ্গীতে পুলিশি বাধায় বিএনপির ইফতার মাহফিল পণ্ড হয়ে গেছে। আজ বুধবার টঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশ কোনো নেতা-কর্মীকে আটক করেনি। 

এর আগে বিকেল থেকে টঙ্গী পূর্ব থানা-পুলিশের দুটি দল ওই স্থানে গিয়ে সংগঠনের নেতা-কর্মীদের বেরিয়ে যেতে বলে। এ সময় বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, কাজী সায়েদুল আলম বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন। 

টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আজকের ইফতার মাহফিলের আয়োজন করতে পুলিশ আমাদের অনুমতি দিয়েছিল। হঠাৎ বিকেল ৫টার দিকে পুলিশের দুটি দল ইফতার মাহফিলে এসে সব কার্যক্রম বন্ধ করতে বলে। অন্যথায় আমাদের গ্রেপ্তার করবেন বলে জানায়। এ সময় আমাদের নেতা-কর্মীরা পাশের সড়কে দাঁড়িয়ে থাকে।’ 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, টঙ্গী পূর্ব থানা বিএনপির নেতা-কর্মীরা দুটি ভাগে বিভক্ত হয়ে আজ পাশাপাশি দুটি স্থানে অবস্থান নেয়। এতে সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। সংঘর্ষ এড়াতে ইফতার মাহফিল নিয়ে সব নেতা-কর্মীদের স্থান ত্যাগ করতে বলা হয়। তাদের লিখিত কোনো অনুমতি ছিল না।

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব