ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রবেশমুখগুলোতে পাহারা দিচ্ছে পুলিশ। ফাঁকা ক্যাম্পাস আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে আছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাবি এলাকা ঘুরে এ চিত্র দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, নীলক্ষেত, শাহবাগ, পলাশী, চানখাঁরপুল, বকশীবাজারসহ ঢাবির প্রবেশমুখগুলোতে ব্যারিকেড বসিয়ে পাহারা দিচ্ছে পুলিশ। হলপাড়ায়ও পুলিশের উপস্থিতি রয়েছে। ক্যাম্পাস ও হলগুলোতে কোনো শিক্ষার্থী নেই। পুরো এলাকায় থমথমে নীরবতা। স্বাভাবিক কর্মব্যস্ততা না থাকায় হলে থাকা কর্মচারীদের অলস সময় পার করতে দেখা গেছে।
এর আগে, গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। ক্যাম্পাসজুড়ে বিপুলসংখ্যক পুলিশ, বিজিবি, র্যাব ও আনসার সদস্য মোতায়েন করা হয়। দিনভর কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়। বাহিনীগুলোর কঠোর অবস্থানের মুখে গতকাল বিকেল থেকে হল ছাড়তে শুরু করেন শিক্ষার্থীরা।
সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা আজ ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন। শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ, বিজিবি, র্যাব ও সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা’ দাবিতে এই কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শাটডাউনের প্রভাবে কিছু কিছু দোকান খোলা থাকলেও অধিকাংশই বন্ধ দেখা গেছে। সড়কে যানবাহন চলছে কম।