হোম > সারা দেশ > ঢাকা

পতিত সম্পত্তির নামে হিন্দুর সম্পত্তি দখল বন্ধের সুপারিশ বাংলাদেশ কৃষক ফেডারেশনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: আজকের পত্রিকা

পতিত সম্পত্তির নামে হিন্দুর সম্পত্তি দখল বন্ধসহ ১২ দফা সুপারিশ জানিয়েছে বাংলাদেশ কৃষক ফেডারেশন। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বাংলাদেশ কৃষক ফেডারেশন আয়োজিত কৃষি ও ভূমি সংস্কারবিষয়ক জাতীয় সম্মেলনে এসব সুপারিশ তুলে ধরা হয়।

সম্মেলনে উপস্থাপিত সুপারিশের মধ্যে রয়েছে—প্রকৃত ভূমিহীনের মধ্যে খাসজমি বিতরণ করা, সমন্বিত ভূমি ও কৃষি সংস্কার করা, খাসজমির অবৈধ দখলদার উচ্ছেদ করে বিচারের আওতায় আনা, অনুপস্থিত ভূমি মালিকানা বাতিল করা, ভেস্টেট প্রোপার্টি (অর্পিত সম্পত্তি) আইন বাতিল করে প্রকৃত মালিকের হাতে ভূমি হস্তান্তর করা ইত্যাদি।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের বাণিজ্য ও শিক্ষা উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, কৃষি দেশের অর্থনীতির বড় শরিক, অথচ দেশের বৃহত্তর খাত কৃষি নিয়ে সরকারের পরিকল্পনা স্পষ্ট নয়। আগস্ট অভ্যুত্থানের প্রেক্ষাপটে কৃষি সংস্কার কমিশন গঠন করলে তা যুক্তিযুক্ত হতো।

সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি কমরেড বদরুল আলম। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য তথা ক্ষুধা ও দারিদ্য নিরসনে একটি সমন্বিত কৃষি ও ভূমি সংস্কার আজকের বাস্তবতায় জরুরি। সংস্কারের ক্ষেত্রে বৈশ্বিক জলবায়ুর প্রভাবকে বিশেষ বিবেচনায় রাখতে হবে।

সম্মেলনে মূল প্রবন্ধ পাঠ করেন গবেষক আহমেদ বোরহান। বক্তব্য দেন উদ্ভিদবিজ্ঞানী জাহাঙ্গীর হোসেন জনি, বাংলাদেশ কৃষক ফেডারেশনের সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান প্রমুখ।

মাদারীপুরের ৩টি আসন: বিভক্ত বিএনপি, এগিয়ে জামায়াত

মিরপুরে খাঁচা থেকে বেরিয়ে এল সিংহী, আর চিড়িয়াখানা থেকে দর্শনার্থীরা

গুলশানে ৫৪০ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ১

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার