হোম > সারা দেশ > ঢাকা

পতিত সম্পত্তির নামে হিন্দুর সম্পত্তি দখল বন্ধের সুপারিশ বাংলাদেশ কৃষক ফেডারেশনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: আজকের পত্রিকা

পতিত সম্পত্তির নামে হিন্দুর সম্পত্তি দখল বন্ধসহ ১২ দফা সুপারিশ জানিয়েছে বাংলাদেশ কৃষক ফেডারেশন। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বাংলাদেশ কৃষক ফেডারেশন আয়োজিত কৃষি ও ভূমি সংস্কারবিষয়ক জাতীয় সম্মেলনে এসব সুপারিশ তুলে ধরা হয়।

সম্মেলনে উপস্থাপিত সুপারিশের মধ্যে রয়েছে—প্রকৃত ভূমিহীনের মধ্যে খাসজমি বিতরণ করা, সমন্বিত ভূমি ও কৃষি সংস্কার করা, খাসজমির অবৈধ দখলদার উচ্ছেদ করে বিচারের আওতায় আনা, অনুপস্থিত ভূমি মালিকানা বাতিল করা, ভেস্টেট প্রোপার্টি (অর্পিত সম্পত্তি) আইন বাতিল করে প্রকৃত মালিকের হাতে ভূমি হস্তান্তর করা ইত্যাদি।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের বাণিজ্য ও শিক্ষা উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, কৃষি দেশের অর্থনীতির বড় শরিক, অথচ দেশের বৃহত্তর খাত কৃষি নিয়ে সরকারের পরিকল্পনা স্পষ্ট নয়। আগস্ট অভ্যুত্থানের প্রেক্ষাপটে কৃষি সংস্কার কমিশন গঠন করলে তা যুক্তিযুক্ত হতো।

সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি কমরেড বদরুল আলম। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য তথা ক্ষুধা ও দারিদ্য নিরসনে একটি সমন্বিত কৃষি ও ভূমি সংস্কার আজকের বাস্তবতায় জরুরি। সংস্কারের ক্ষেত্রে বৈশ্বিক জলবায়ুর প্রভাবকে বিশেষ বিবেচনায় রাখতে হবে।

সম্মেলনে মূল প্রবন্ধ পাঠ করেন গবেষক আহমেদ বোরহান। বক্তব্য দেন উদ্ভিদবিজ্ঞানী জাহাঙ্গীর হোসেন জনি, বাংলাদেশ কৃষক ফেডারেশনের সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান প্রমুখ।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার