হোম > সারা দেশ > ঢাকা

চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন হাতিরঝিল থানার ওসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর হাতিরঝিলের এমফি থিয়েটারে সংঘর্ষের ঘটনায় দর্শকদের ছোড়া ইটের আঘাতে আহত হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁর বাসায় ফেরার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন ফারুক। 

মহিউদ্দিন ফারুক জানান, ঢাকা মেডিকেল থেকে চিকিৎসা গ্রহণ শেষে বাসায় ফিরেছেন হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ। তিনি এখন বাসায় বিশ্রাম করছেন। ডাক্তার জানিয়েছেন, তিনি এখন শঙ্কামুক্ত।

সংঘর্ষের ঘটনায় কোনো মামলা হয়েছে কি না, জানতে চাইলে মহিউদ্দিন ফারুক বলেন, থানার নিয়মিত কার্যক্রম হিসেবে সাধারণ ডায়েরি হয়েছে। তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি। হবে কি না, এখনই বলতে পারছি না। কোনো সিদ্ধান্ত হয়নি।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘১ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত হাতিরঝিলের এমফি থিয়েটারে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। গতকাল অনুষ্ঠান দেখার জন্য ধারণক্ষমতার তিন গুণ দর্শক চলে আসায় ভেতরে প্রবেশ নিয়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ ঘটনা সামাল দিতে গিয়ে মূলত সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় হাতিরঝিল থানার ওসিসহ আরো কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া সাধারণ মানুষও আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি।’

এ ঘটনায় কেউ আটক আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। গতকালের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। আজ অনুষ্ঠানের শেষ দিন, কিন্তু হবে কি না বলতে পারছি না। তবে না হওয়ার সম্ভাবনাই বেশি। 

গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে হাতিরঝিলের এমফি থিয়েটারে প্রবেশ করতে না পেরে সংঘর্ষে জড়ায় আগত দর্শনার্থীরা। পরে পুলিশ তাদের নিবৃত করতে গেলে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আর এতেই আহত হন হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ। আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়।

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ