হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ভৈরবে শীর্ষ সন্ত্রাসী কাওসার পুলিশের হাতে গ্রেপ্তার

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরব থেকে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সন্ত্রাসীর নাম কাওসার। তাঁকে গতকাল রোববার সন্ধ্যায় শহরের কমলপুর এলাকার গোধুলী সিটি থেকে গ্রেপ্তার করা হয়। কাওসারের বিরুদ্ধে হত্যাসহ এক ডজন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। আজ সোমবার সকালে কাওসারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

পুলিশ সূত্রে জানা গেছে, শহরের কমলপুর মুসলিমের মোড় এলাকার শীর্ষ সন্ত্রাসী কাওসার ওরফে হায়ার কাওসারের বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতাইসহ নানা অভিযোগ রয়েছে। এসব ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় এক ডজন মামলা রয়েছে। এছাড়া গেল কয়েক মাস আগে কাওসার তাঁর সহযোগী বেগ গিয়ার হৃদয়কে ছুরিকাঘাত করে। ফলে গুরুতর আহত অবস্থায় হৃদয়কে তাঁর স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদয় মারা যায়। নিহতের খবরে স্বজনরা কাওসারের বাড়িতে অগ্নিসংযোগ করে। এছাড়া হৃদয় হত্যা মামলায় কাওসারকে প্রধান আসামি করা হয়।

এ বিষয়ে ভৈরব থানার ওসি মো. শাহিন আজকের পত্রিকাকে জানান, শীর্ষ সন্ত্রাসী কাওসারের বিরুদ্ধে হত্যাসহ থানায় এক ডজন মামলা রয়েছে। এত দিন সে পলাতক ছিল। গতকাল রোববার পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।      

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ