নৌকা মার্কায় ভোট দিয়ে গোপন ভোটকক্ষ ও ব্যালটের সিল মারা ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন। আজ রোববার সকাল ১০টার একটু পর তিনি ফেসবুকে এই পোস্ট শেয়ার করেন।
ফেসবুকে ছবিসহ পোস্ট করে শয়ন লেখেন, ‘তারুণ্যের প্রথম ভোট, নৌকা মার্কার পক্ষে হোক। যৌবনের উত্তাপের ভোট, নৌকা মার্কার পক্ষে হোক। জ্যেষ্ঠদের মূল্যবান ভোট, নৌকা মার্কার পক্ষে হোক। তোমার-আমার সবার ভোট, শেখ হাসিনার পক্ষে হোক।’
মাজহারুল ইসলাম শয়ন কুমিল্লা জেলার কুমিল্লা আদর্শ সদর উপজেলা, কুমিল্লা সিটি করপোরেশন ও কুমিল্লা সেনানিবাস এলাকা নিয়ে গঠিত কুমিল্লা-৬ আসনের ভোটার। পুরো বিষয়ে জানতে চাইলে মাজহারুল কবির শয়ন আজকের পত্রিকাকে বলেন, ‘ভোট দিয়ে ব্যালটের ছবি ও গোপন কক্ষের ছবি ফেসবুকে দেওয়ার বিষয়ে কোনো নিষেধাজ্ঞা আছে, বিষয়টি আমার জানা নেই।’