আগামীকাল সোমবার বিকেল ৫টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে কতক্ষণ এই স্টেশন বন্ধ থাকবে, তা জানায়নি প্রতিষ্ঠানটি।
আজ রোববার ডিএমটিসিএলের জ্যেষ্ঠ সহকারী সচিব ও ব্যবস্থাপক (প্রশাসন) রফিকুল হকের সই করা এক নোটিশে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠান উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক আয়োজিত অনুষ্ঠানের কারণে ১৪ জুলাই বিকেল ৫টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সুপারিশে আয়োজক কমিটি স্টেশনটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
তবে ঠিক কতক্ষণ এই স্টেশন বন্ধ থাকবে, তা নোটিশে উল্লেখ করা হয়নি।