রাজধানীর ডেমরায় ঠিকাদারি প্রতিষ্ঠানের একটি অফিস কক্ষ থেকে এক কিশোরীসহ দুজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে ডেমরার ধার্মিকপাড়া মিনি কক্সবাজার নামে পরিচিত বটতলা মোতালেব চত্বর এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করে যাত্রাবাড়ী থানা-পুলিশ।
এ সময় ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় ওই প্রতিষ্ঠানের কেয়ারটেকার সাজু ওরফে মাইকেলকে (২৫) উদ্ধার করা হয়। তাঁকে মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনিও আজ শুক্রবার বেলা ৩টার পর মারা গেছেন।
নিহত দুজন হলো— ১৪ বছর বয়সী এক কিশোরী ও ২৬ বছর বয়সী রাহিম নামের এক যুবক। সুরতহাল শেষে লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
লাশ উদ্ধারের এলাকাটি যাত্রাবাড়ী থানায় পড়েছে। লাশের পরিচয় শনাক্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট আঙুলের ছাপ, ডিএনএসহ প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোনাপাড়া এলাকার একটি কক্ষ থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে একজন কিশোরী ও একজন যুবক। ঘটনাস্থল থেকে বিয়ারের ক্যান জব্দ করা হয়েছে। তাঁদের পরিচয় ও মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে।
ওসি বলছেন, ধারণা করা হচ্ছে, ওই কক্ষে তাঁরা অ্যালকোহল পান করেছিলেন। এটির আলামত পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ১২টা থেকে থেকে শুক্রবার ভোর ৬টার মধ্যে যে কোনো সময় তাঁদের মৃত্যু হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।