হোম > সারা দেশ > ঢাকা

এক সপ্তাহ পর উদ্ধার হলো সচিবালয়ের দেয়ালে আটকা বিড়াল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ সচিবালয়ের উত্তর-পশ্চিম পাশের সীমানা প্রাচীরের গাইড ওয়ালের ভেতরে এক সপ্তাহ ধরে আটকে থাকা একটি বিড়ালকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ মঙ্গলবার দুপুরে বিড়ালটি উদ্ধার করা হয়।

সচিবালয়ের সীমানা প্রাচীর সংলগ্ন মেট্রো রেলের স্টপেজ নির্মাণের কাজ চলছে। সীমানা প্রাচীর যাতে ভেঙে না পড়ে সে জন্য স্টিলের পাত দিয়ে গাইড ওয়াল তৈরি করেছে কর্তৃপক্ষ। এই গাইড ওয়ালের ভেতরেই বিড়ালটি এক সপ্তাহ আগে আটকা পরে।

তথ্য অধিদপ্তরের কর্মচারী ফুরকান আহমেদ জানান, আজ সকালে তিনি বিড়াল আটকে পড়ার ঘটনাটি জানতে পেরে প্রথমে ৯৯৯ জরুরি সেবা নম্বরে ফোন করেন। সেখান থেকে সাড়া পেতে দেরি হওয়ায় তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান। এর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিটকে পাঠানো হয়।

দুপুর পৌনে একটার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের একটি ইউনিট বিড়ালটিকে উদ্ধারে ঘটনাস্থলে আসে। ফায়ার সার্ভিস কর্মীরা আধুনিক যন্ত্রের সাহায্যে স্টিলের গাইড ওয়ালটির কিছু অংশ ফাঁকা করে দুটি ইট দিয়ে রাখেন। যাতে বিড়ালটি অনায়াসে সেখান থেকে বেরিয়ে আসতে পারে। পরে দুপুর দেড়টার দিকে বিড়ালটি সেখান থেকে বেরিয়ে আসে।

সচিবালয়ের উত্তর পাশের দেয়াল সংলগ্ন ক্যাফে মুক্তি নামের একটি খাবারের দোকানে কর্মরত পলি আক্তার জানান, দেয়ালের ভেতর বিড়ালটি এক সপ্তাহ ধরে আটকা ছিল। তিনি নিয়মিত পানি ও খাবার দিতেন। বিড়ালটি জীবিত উদ্ধার হওয়ায় স্বস্তি প্রকাশ করেন তিনি। 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির