ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত শেষে ৫ ঘণ্টা পর কিশোরগঞ্জের ভৈরব থেকে ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
মানিকখালী ও হালিমপুর স্টেশনের মধ্যবর্তী এলাকায় রেললাইনটির নিচ থেকে মাটি সরে গেলে আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
বিকাল সাড়ে ৩টার দিকে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে কিশোরগঞ্জের স্টেশন মাস্টার মো. মিজানুর রহমান জানান। তিনি আজকের পত্রিকাকে বলেন, বৃষ্টিতে রেললাইনের মাটি সরে যাওয়ায় মূল লাইনের ক্ষতি হয়। লাইন মেরামত শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সরারচর রেলস্টেশন মাস্টার রতিশ বিশ্বাস ট্রেন চলাচলের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা এগারসিন্দুর প্রভাতী সরারচর স্টেশনে আটকা পড়েছে। অন্যদিকে ময়মনসিংহ থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা নাসিরাবাদ এক্সপ্রেস মানিকখালী স্টেশনে আটকা পড়েছিল।