মাদারীপুর জেলার শিবচরের এক্সপ্রেসওয়েতে ট্রাকের চাপায় কাবুল বেপারী (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার (১০ এপ্রিল) সকালে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ হেল বাকী।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই আব্দুল্লাহ হেল বাকী বলেন, কাবুল বেপারীর বাড়ি উপজেলার বেপারীর কান্দি এলাকায়। তিনি পেশায় কৃষক ছিলেন। আজ সকালে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর এলাকায় সড়ক পার হতে গেলে ঢাকাগামী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।