হোম > সারা দেশ > নরসিংদী

টানা বৃষ্টিতে শহীদ ময়েজউদ্দিন সেতুর অ্যাপ্রোচ সড়কে ভাঙন, বেড়েছে ঝুঁকি

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত শহীদ ময়েজউদ্দিন সেতুর অ্যাপ্রোচ সড়কে ভাঙন দেখা দিয়েছে। গত দুই দিনের টানা বৃষ্টিতে সেতুর পূর্ব পাশের সড়কের ১০ থেকে ১৫ ফুট গর্ত হয়ে মাটি ও ব্লক দেবে গেছে। এতে সড়ক ও সেতু যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

আজ রোববার সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কটির দেবে যাওয়া অংশে নরসিংদীর সড়ক ও জনপথের পক্ষ থেকে ইট ও বালুর বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে লাল পতাকা দিয়ে সেখানে চিহ্ন এঁকে দেওয়া হয়েছে। ওই সড়ক দিয়ে প্রতিদিন সিলেট, নরসিংদী, ঢাকা ও গাজীপুর জেলার প্রায় কয়েক হাজার যানবাহন চলাচল করে। গত শুক্রবার ও শনিবারের বৃষ্টিতে এই ভাঙন দেখা দিয়েছে।

শহীদ ময়েজউদ্দিন সেতু সড়ক দিয়ে চলাচল করা সিএনজি অটোরিকশাচালক মো. মজিবুর রহমান বলেন, ‘দুই দিনের টানা বৃষ্টিতে এই সড়কের একটি অংশ দেবে গেছে। এতে অনেকটা ঝুঁকি নিয়ে যাত্রী বহন করছি। দীর্ঘদিন ধরে ওই অংশে থাকা সড়কবাতিও অকেজো হয়ে রয়েছে। এতে রাতের বেলায় অন্ধকারে চলাচল করা অটোরিকশা, বাস ও অন্যান্য যানবাহন বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে। এরই মধ্যে ওই সংযোগ সড়ক ভারী যানবাহনের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। রাস্তাটি সংস্কারের ব্যবস্থা না নিলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হবে। তাই দ্রুত এই সেতুর সংযোগ সড়ক সংস্কার ও মেরামতের দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে জানতে নরসিংদীর সড়ক ও জনপথের প্রধান প্রকৌশলী হামিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতুর অ্যাপ্রোচ সড়কে ভাঙনের খবর পেয়ে আমরা বালুর বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা করছি। দীর্ঘ বছরের পুরোনো সড়ক ও সেতু হওয়ায় এমনটি হয়েছে। খুবই দ্রুত এটি মেরামতের কাজ শুরু করা হবে।’

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ